লিবিয়ায় বিদ্রোহীদেরকে সাহায্য করছে আমিরাতি ড্রোন
(last modified Tue, 07 Apr 2020 08:53:09 GMT )
এপ্রিল ০৭, ২০২০ ১৪:৫৩ Asia/Dhaka
  • লিবিয়ায় সংঘাত (ফাইল ফটো)
    লিবিয়ায় সংঘাত (ফাইল ফটো)

লিবিয়ার সরকারি বাহিনী বলেছে, সংযুক্ত আরব আমিরাতের ড্রোন থেকে লিবিয়ার বিদ্রোহী গেরিলাদের সমর্থন দেয়া হচ্ছে। বর্তমানে উপকূলীয় শহর সিত্রের কাছে দু পক্ষের মধ্যে লড়াই চলছে।

লিবিয়ার সরকারি বাহিনীর মুখপাত্র মোস্তফা আল মুজিয়ি তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলুকে আজ (মঙ্গলবার) জানিয়েছেন, জেনারেল খলিফা হাফতারের অনুগত বিদ্রোহীদেরকে সংযুক্ত আরব আমিরাতের ড্রোন সমর্থন দিচ্ছে। বিদ্রোহীরা আজ সিত্রে শহরের পশ্চিমে আল-ওয়াশকা এলাকায় দুই দফা অভিযান চালিয়েছে।

মুখপাত্র মোস্তফা আল মুজিয়ি জানান, আজ ওই এলাকার একটি পোস্ট অফিসকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে যোগাযোগের অনেক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।

জেনারেল খলিফা হাফতার

গত মাসে একটি তথ্য-উপাত্ত তুলে ধরে বলা হয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে বিমানে করে লিবিয়ার বিদ্রোহীদের কাছে মধ্য-জানুয়ারি থেকে অস্ত্রের অন্তত ১‌০০টি চালান পাঠানো হয়েছে।

লিবিয়ায় কোনো রকমের অস্ত্র পাঠানো যাবে না বলে জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকার পরও সংযুক্ত আরব আমিরাত অস্ত্র পাঠাচ্ছে। লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির হত্যাকাণ্ডের পর দেশটি মারাত্মকভাবে গোলযোগের ভেতরে পড়ে রয়েছে। ২০১৪ সাল থেকে কার্যত দেশটি দুই ভাগে বিভক্ত। একদিকে রয়েছে ত্রিপোলি ভিত্তিক আন্তর্জাতিক স্বীকৃত সরকার। অন্যদিকে রয়েছে পূর্বাঞ্চলীয় তবরুক শহরভিত্তিক খলিফা হাফতারের বিদ্রোহী বাহিনী।#

পার্সটুডে/এসআইবি/৭

ট্যাগ