করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এক লাখের কাছাকাছি পৌঁছেছে
https://parstoday.ir/bn/news/world-i78960-করোনাভাইরাসে_মৃত্যুর_সংখ্যা_এক_লাখের_কাছাকাছি_পৌঁছেছে
প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৯৫ হাজার ৭১৬ জন  জন মারা গেছে। এছাড়া, সারা বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৩,৬৪৮ জন। আর এ পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন তিন লাখ ৫৬ হাজার ৪৪০ জন। আক্রান্তদের মধ্যে ৪৯ হাজার ১০৭ জনের অবস্থা জটিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১০, ২০২০ ০৮:১০ Asia/Dhaka
  • করোনাভাইরাসে ক্ষতবিক্ষত বিশ্ব
    করোনাভাইরাসে ক্ষতবিক্ষত বিশ্ব

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৯৫ হাজার ৭১৬ জন  জন মারা গেছে। এছাড়া, সারা বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৩,৬৪৮ জন। আর এ পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন তিন লাখ ৫৬ হাজার ৪৪০ জন। আক্রান্তদের মধ্যে ৪৯ হাজার ১০৭ জনের অবস্থা জটিল।

এদিকে, চীনে করোনাভাইরাসের মহামারী বন্ধ হলেও নতুন করে ৪২ জন আক্রান্ত হয়েছে এবং একজন মারা গেছে বলে খবর পাওয়া গেছে।

এ পর্যন্ত আমেরিকায় মারা গেছে ১৬,৬৯১ জন, স্পেনে ১৫,৬৪৭, ইতালিতে ১৮,২৭৯ জন, জার্মানিতে ২,৬০৭ জন, ফ্রান্সে ১২,২১০ জন, চীনে ৩,৩৩৬ জন, ইরান ৪,১১০ জন, ব্রিটেনে ৭,৯৭৮ জন, তুরস্কে ৯০৮ জন, বেলজিয়ামের ২,৫২৩ জন, সুইজারল্যান্ডে ৯৪৮ জন, নেদারল্যান্ডে ২,৩৯৬ জন, কানাডাতে ৫০৯ জন, ব্রাজিলে ৯৫৪ জন, পর্তুগালে ৪০৯ জন এবং সুইডেনে ৭৯৩ জন।

মধ্যপ্রাচ্যের সৌদি আরবে ৪৪ জন, কাতারে ৬ জন, সংযুক্ত আরব আমিরাতে ১৪ জন, কুয়েতে ১ জন, ইরাকে ৬৯ জন, ইহুদিবাদী ইসরাইলে ৮৬ জন, মালয়েশিয়ায় ৬৭ জন, রাশিয়ায় ৭৬ জন, পাকিস্তানে ৬৫ জন এবং ভারতে ২২৬ জন। বাংলাদেশে এ পর্যন্ত মারা ২১ জন।#

পার্সটুডে/এসআইবি/১০