হজ অনুষ্ঠিত হবে কিনা সে সিদ্ধান্ত হবে মধ্য রমজানে: পাকিস্তান
(last modified Sun, 12 Apr 2020 14:47:46 GMT )
এপ্রিল ১২, ২০২০ ২০:৪৭ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

পাকিস্তানের ধর্ম মন্ত্রী জানিয়েছেন, করোনাভাইরাসের মধ্যে চলতি বছর হজ অনুষ্ঠিত হবে কিনা সে সিদ্ধান্ত হবে রমজান মাসের মাঝামাঝি সময়ে। পাকিস্তানের ধর্মমন্ত্রী নুরুল হক কাদরী আজ (রোববার) জানান, হজ অনুষ্ঠিত হবে কিনা তা আশা করা যায় ১৫ রমজানের মধ্যে চূড়ান্ত হবে।

তিনি বলেন, “আমরা সৌদি কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। সৌদি কর্তৃপক্ষ আমাদেরকে হজের ব্যাপারে কোনো হোটেলের সঙ্গে চুক্তি না করার আহ্বান জানিয়েছে।”

পাকিস্তানের মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষ এবছর হজ অনুষ্ঠানের জন্য নানা বিকল্প নিয়ে ভাবছে। তিনি বলেন সৌদি আরব এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর লোকজনকে খুব সীমিত পর্যায়ে হজ করার অনুমতি দেয়া হতে পারে এবং অন্য দেশের জন্য হজের কোটা ১০০ ভাগ কমিয়ে দেয়া হতে পারে।

গত মাসে সৌদি সরকার পাকিস্তানকে সৌদি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কোনো চুক্তি না করার জন্য অপেক্ষা করতে বলেছে।#

পার্সটুডে/এসআইবি/১২