কোভিড-১৯: ব্রিটেনের বৃদ্ধাশ্রমগুলোতে মৃতদের প্রকৃত সংখ্যা ৫ গুণ বেশি
https://parstoday.ir/bn/news/world-i79182-কোভিড_১৯_ব্রিটেনের_বৃদ্ধাশ্রমগুলোতে_মৃতদের_প্রকৃত_সংখ্যা_৫_গুণ_বেশি
ব্রিটেনে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের সহায়তায় তৎপর একটি দাতব্য প্রতিষ্ঠান বলেছে, দেশটির বৃদ্ধাশ্রমগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৭,৫০০ মানুষ মারা গেছেন। এটি ব্রিটিশ সরকারের ঘোষিত সংখ্যার পাঁচগুণেরও বেশি।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ১৯, ২০২০ ০৬:৩৬ Asia/Dhaka
  • কোভিড-১৯: ব্রিটেনের বৃদ্ধাশ্রমগুলোতে মৃতদের প্রকৃত সংখ্যা ৫ গুণ বেশি

ব্রিটেনে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের সহায়তায় তৎপর একটি দাতব্য প্রতিষ্ঠান বলেছে, দেশটির বৃদ্ধাশ্রমগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৭,৫০০ মানুষ মারা গেছেন। এটি ব্রিটিশ সরকারের ঘোষিত সংখ্যার পাঁচগুণেরও বেশি।

ইউরোপীয় দেশগুলো করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের সংখ্যা অনেক কমিয়ে প্রচার করছে বলে সাম্প্রতিক সময়ে জোরালো অভিযোগ উঠেছে।

দাতব্য প্রতিষ্ঠান ‘কেয়ার ইংল্যান্ড’র (Care England) ব্যবস্থাপনা পরিচালক মার্টিন গ্রিন লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফকে বলেছেন, “ব্যাপক টেস্ট ছাড়া করোনায় আক্রান্ত ও মৃতদের প্রকৃত সংখ্যা বলা অত্যন্ত দুরুহ ব্যাপার।তারপরও আমরা যদি বৃদ্ধাশ্রমগুলোতে এপ্রিলের ১ তারিখ থেকে এ পর্যন্ত মৃত ব্যক্তিদের সংখ্যার সঙ্গে এর আগের বছরের একই সময়ের সংখ্যার তুলনা করি তাহলে দেখতে পাব কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে প্রায় ৭,৫০০ বয়স্ক মানুষ প্রাণ হারিয়েছেন।”

করোনাভাইরাস

মার্টিন গ্রিন এমন সময় এ তথ্য দিলেন যখন ব্রিটিশ সরকার বৃদ্ধাশ্রমগুলোতে গতকাল (শনিবার) পর্যন্ত মৃতের সংখ্যা ১,৪০০ বলে ঘোষণা করেছে।

এদিকে ব্রিটিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঘোষিত মৃতের সংখ্যা শনিবার ১৫ হাজার (১৫,৪৬৩) অতিক্রম করেছে।এটি হচ্ছে হাসপাতালগুলোতে মারা যাওয়া ব্যক্তিদের পাশাপাশি যার যার ঘরে মৃত সেইসব ব্যক্তির সংখ্যা যাদের কথা দ্রুত সরকারি খাতায় রেজিস্ট্রি করা সম্ভব হয়েছে। ব্রিটেনে শুধু গতকাল (শনিবার) ৮৮৮ ব্যক্তির মৃত্যু হয়।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।