রমজান মাসে লিবিয়ায় যুদ্ধবিরতির আহ্বান জানালো ইউরোপীয় ইউনিয়ন
(last modified Sun, 26 Apr 2020 08:04:18 GMT )
এপ্রিল ২৬, ২০২০ ১৪:০৪ Asia/Dhaka
  • লিবিয়ার সরকারি সেনাদের যুদ্ধ প্রস্তুতি
    লিবিয়ার সরকারি সেনাদের যুদ্ধ প্রস্তুতি

পবিত্র রমজান মাসে সব ধরনের সংঘাত-সহিংসতা বন্ধের জন্য লিবিয়ার সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জার্মানি, ফ্রান্স, ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের নেতারা গতকাল (শনিবার) লিবিয়ায় যুদ্ধবিরতির জন্য যৌথ ঘোষণাপত্রের মাধ্যমে আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং লিবিয়া বিষয়ক বিশেষ দূতকেও একই কথা বলার জন্য ইইউ আহ্বান জানিয়েছে।

চলতি বছরের গোড়ার দিকে জার্মানির বার্লিন শহরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য রাজনৈতিক আলোচনা শুরু হয়েছিল। তাতে আবার ফিরে আসার জন্য যুদ্ধরত পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইইউ।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে লিবিয়ার আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃত সরকারের অনুগত সেনা এবং বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের অনুগত গেরিলাদের মধ্যে সংঘর্ষ বেড়েছে। গত বছরের এপ্রিল মাস থেকে হাফতারের অনুগত বাহিনী লিবিয়ার রাজধানী ত্রিপোলি দখলের জন্য অভিযান শুরু করে কিন্তু তারা এখন পর্যন্ত ত্রিপোলি দখল করতে পারে নি। অন্যদিকে, হাফতারের অনুগত সেনাদের বিরুদ্ধে কিছুদিন আগে থেকে জোরদার অভিযান শুরু করেছে সরকারি বাহিনী।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ