ভিয়েতনাম যুদ্ধে নিহত সেনাদের চেয়েও বেশি মার্কিন নাগরিক মারা গেছে করোনাভাইরাসে
(last modified Wed, 29 Apr 2020 07:42:04 GMT )
এপ্রিল ২৯, ২০২০ ১৩:৪২ Asia/Dhaka
  • ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সেনারা
    ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সেনারা

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে এ পর্যন্ত আমেরিকায় ৫৮ হাজারের বেশি মানুষ মারা গেছে। ভিয়েতনাম যুদ্ধে ২১ বছরে যত মার্কিন সেনা মারা গিয়েছিল তার চেয়েও করোনাভাইরাস মৃত্যুর সংখ্যা বেশি। মার্কিন সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

করোনাভাইরাসে আমেরিকায় গতকাল মঙ্গলবার পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত আমেরিকায় ৫৮ হাজার ৩১৭ জন মানুষ করোনাভাইরাসে মারা গেছে।

করোনায় মৃতদের গণকবর দিতে হয়েছে নিউ ইয়র্কে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চরম অব্যবস্থাপনার কারণে মাত্র তিন মাসে এই বিরাট সংখ্যক মানুষ মারা গেল অথচ ভিয়েতনাম যুদ্ধে দুই দশক মিলে ৫৮ হাজার ২২০ জন সেনা নিহত হয়েছিল। ১৯৫৪ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ভিয়েতনাম যুদ্ধ সংঘটিত হয়েছিল। তবে ওই যুদ্ধে ১৯৬৮ সালে এক বছরেই ১৭ হাজার মার্কিন সেনা মারা যায়।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ