‘ভেনিজুয়েলা-রাশিয়া সামরিক সহযোগিতায় কেউ বাধা দিতে পারবে না’
https://parstoday.ir/bn/news/world-i79831
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ভেনিজুয়েলার সঙ্গে তার দেশের সামরিক সহযোগিতা আন্তর্জাতিক আইনে স্বীকৃত; কাজেই এ কাজে কেউ বাধা দিতে পারেবে না।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ১৩, ২০২০ ০৬:১০ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ভেনিজুয়েলার সঙ্গে তার দেশের সামরিক সহযোগিতা আন্তর্জাতিক আইনে স্বীকৃত; কাজেই এ কাজে কেউ বাধা দিতে পারেবে না।

তিনি গতকাল রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন ভাড়াটে সেনারা সম্প্রতি ভেনিজুয়েলার সরকার উৎখাতের যে ব্যর্থ চেষ্টা চালিয়েছে সে ব্যাপারে তদন্ত করার আহ্বান জানালে মস্কো তাতে সাড়া দেবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়া’সহ  আরো কয়েকটি দেশ করোনাভাইরাস মোকাবিলার উদ্দেশ্যে ভেনিজুয়েলার জন্য ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছে।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

ভেনিজুয়েলা গত সপ্তাহে খবর দেয়, কলম্বিয়ার সহযোগিতায় মার্কিন সেনাসহ একদল সন্ত্রাসী কারাকাসের ক্ষমতা থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের চেষ্টা করেছিল। তবে ভেনিজুয়োর নিরাপত্তা বাহিনী ওই ষড়যন্ত্র নস্যাত করে দেয় এবং দুই মার্কিন সেনাসহ অন্তত ১২ জনকে আটক করে।

আটক ব্যক্তিরা এই মর্মে স্বীকারোক্তি দিয়েছে যে, তারা কলম্বোর সহযোগিতায় ভেনিজুয়েলার সরকার উৎখাত করতে চেয়েছিল। মার্কিন সরকার ও তার ইউরোপীয় মিত্ররা ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে।#           

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।