করোনা নিয়ে কোনো দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ন করা উচিত নয়: রাশিয়া
(last modified Sat, 16 May 2020 00:28:31 GMT )
মে ১৬, ২০২০ ০৬:২৮ Asia/Dhaka
  • করোনা থেকে বাঁচতে রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কয়ারে মাস্ক পরা মানুষের উপস্থিতি
    করোনা থেকে বাঁচতে রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কয়ারে মাস্ক পরা মানুষের উপস্থিতি

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ করোনাভাইরাসে আক্রান্ত মৃত মানুষের সংখ্যা গোপন করছে না। তিনি রাশিয়ার ‘আরবিকে’ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, করোনা ঠাট্টা করার কোনো বিষয় নয় বরং এটি মানুষের জীবন-মৃত্যুর সঙ্গে সম্পর্কিত।

ল্যাভরভ এ বিষয়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার ‘অপচেষ্টার’ নিন্দা জানান।ল্যাভরভ বলেন, করোনাভাইরাসকে ব্যবহার করে কোনো বিশেষ দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার প্রচেষ্টাও রাশিয়ার দৃষ্টিতে নিন্দনীয়।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে বলে দেশটির ওপর নিষেধাজ্ঞা দেয়া যাবে না। তবে তিনি স্বীকার করেন, বিশ্বের ওপর করোনা মহামারী রাজনৈতিক ও সামরিক প্রভাব রেখে যাবে।

পশ্চিমা গণমাধ্যমগুলো সম্প্রতি দাবি করেছে, রাশিয়ায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা গোপন রাখা হচ্ছে। দেশটিতে প্রকৃত মৃতের সংখ্যা ঘোষিত সংখ্যার দ্বিগুণ বলেও এসব গণমাধ্যমে দাবি করা হয়েছে।

রাশিয়ায় এ পর্যন্ত দুই লাখ ৬২ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন দুই হাজার ৪০০ জন।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ