আফগানিস্তানে বোমা হামলায় টেলিভিশন রিপোর্টার নিহত
(last modified Sun, 31 May 2020 11:34:38 GMT )
মে ৩১, ২০২০ ১৭:৩৪ Asia/Dhaka
  • আফগানিস্তানে বোমা হামলায় টেলিভিশন রিপোর্টার নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসী বোমা হামলায় স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের অর্থনৈতিক রিপোর্টার এবং একজন টেকনিশিয়ান নিহত হয়েছেন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

গতকাল শনিবার ব্যস্ত সময়ে একটি মিনি ভ্যানে করে বেসরকারি খুরশিদ টেলিভিশন চ্যানেলের ১৫ জন কর্মীকে নিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা ওই হামলা চালায়। এতে চ্যানেলটির অর্থনৈতিক রিপোর্টার মীর ওয়াহিদ শাহ এবং টেকনিশিয়ান শফিক আমিরি নিহত হন। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বোমা হামলায় একটি সাদা রঙের মিনিভ্যান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় অন্তত আরো সাতজন আহত হয়েছেন। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার কথা নিশ্চিত করেছে।

গত এক বছরেরও কম সময়ের মধ্যে এই নিয়ে খুরশিদ টেলিভিশন চ্যানেলের কর্মীদের ওপর দ্বিতীয় দফা হামলার ঘটনা ঘটলো। গত বছরের আগস্ট মাসে খুরশিদ টেলিভিশনের একটি গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা হামলা চালায়। তবে ওই হামলায় দুজন পথচারী নিহত হয়েছিলেন। সে হামলার জন্যও দায়িত্ব স্বীকার করেছিল দায়েশ সন্ত্রাসীরা।#

পার্সটুডে/এসআইবি/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ