পাকিস্তানের দুই কূটনীতিককে বহিষ্কার করল ভারত
(last modified Mon, 01 Jun 2020 05:28:25 GMT )
জুন ০১, ২০২০ ১১:২৮ Asia/Dhaka
  • ভারতে পাক হাইকমিশন
    ভারতে পাক হাইকমিশন

ভারতে নিযুক্ত দুইজন পাকিস্তানি কূটনীতিককে গোয়েন্দাবৃত্তির অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করেছে নয়াদিল্লি। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যখন উত্তেজনা গভীরতর হচ্ছে তখন কূটনীতিক বহিষ্কারের এই ঘটনা ঘটল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান কূটনৈতিক মিশনে নিযুক্ত দুই কর্মকর্তার পদমর্যাদা সঙ্গে অসঙ্গতিপূর্ণ তৎপরতার কারণে তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ২৪ ঘন্টার মধ্যে পাকিস্তানের দুই কর্মকর্তাকে ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

বহিষ্কৃত একজন কূটনীতিক

জানা গেছে, পাকিস্তানের দুই কর্মকর্তা তাহির খান এবং আবিদ হোসেন পাকিস্তান হাইকমিশনে ভিসা সহকারি হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় পাকিস্তানের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে ভারত বলেছে যে, তার মিশনে যেন আর কোনো কর্মকর্তা এ ধরনের গোয়েন্দাবৃত্তির কাজে জড়িত না হন।#

পার্সটুডে/এসআইবি/১

ট্যাগ