ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর জোর দিলেন আফগান সংসদের স্পিকার
(last modified Wed, 24 Jun 2020 00:23:24 GMT )
জুন ২৪, ২০২০ ০৬:২৩ Asia/Dhaka
  • আফগান স্পিকার
    আফগান স্পিকার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ওপর জোর দিয়েছেন আফগানিস্তানের জাতীয় সংসদের স্পিকার মির রহমান রহমানি। তিনি আরো বলেছেন, মুহাম্মদ বাকের কালিবফ ইরানের সংসদ স্পিকার হওয়ার পর আগের চেয়ে এখন দু দেশের সংসদীয় সম্পর্ক জোরদার হবে।

গতকাল (মঙ্গলবার) আফগান স্পিকার ইরানের স্পিকার কালিবফকে পাঠানো এক বার্তায় এ আশাবাদ ব্যক্ত করেন। বার্তায় তিনি তেহরান এবং কাবুলের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার আহ্বান জানান।

ইরানের স্পিকার বাকের কালিবফ

গত ২৮ মে ইরানের সংসদ সদস্যরা বাকের কালিবফকে জাতীয় সংসদের নতুন স্পিকার হিসেবে নির্বাচিত করেন। এর আগে তিনি ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তেহরান শহরের নির্বাচিত মেয়র ছিলেন। এছাড়া, ২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি পুলিশের প্রধান এবং ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিমান শাখার কমান্ডার ছিলেন।#

পার্সটুডে/এসআইবি/২৪

ট্যাগ