করোনা মহামারিতেও নমনীয় নয় ইসরাইল, বাড়ছে দখলদারিত্ব
https://parstoday.ir/bn/news/world-i80991-করোনা_মহামারিতেও_নমনীয়_নয়_ইসরাইল_বাড়ছে_দখলদারিত্ব
ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব থেকে ইসরাইলকে সরে আসার আহ্বান জানালো জাতিসংঘ। বুধবার, নিরাপত্তা পরিষদের ভার্চুয়াল বৈঠকে মহাসচিব বলেন, তাতে ভেস্তে যেতে পারে শান্তি প্রক্রিয়া। ফিলিস্তিনের দাবি, অপরাধের জন্য জবাবদিহিতার মুখোমুখি করা হোক ইসরাইলকে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ২৭, ২০২০ ১৬:১৮ Asia/Dhaka

ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব থেকে ইসরাইলকে সরে আসার আহ্বান জানালো জাতিসংঘ। বুধবার, নিরাপত্তা পরিষদের ভার্চুয়াল বৈঠকে মহাসচিব বলেন, তাতে ভেস্তে যেতে পারে শান্তি প্রক্রিয়া। ফিলিস্তিনের দাবি, অপরাধের জন্য জবাবদিহিতার মুখোমুখি করা হোক ইসরাইলকে।

করোনা মহামারির মধ্যেই নতুনভাবে পশ্চিম তীর ও জর্ডান উপত্যকায় দখলদারিত্ব এবং আবাসন প্রকল্প বৃদ্ধির উদ্যোগ নিলো ইসরাইল। ঘোষণাটি ঘিরে এরইমধ্যে উত্তাল অঞ্চলটি, এমনকি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করছেন ইহুদিরাও। বুধবার, নিরাপত্তা পরিষদের ভার্চুয়াল বৈঠকে এ পরিকল্পনার তীব্র নিন্দা জানায় জাতিসংঘ। যাকে, সমর্থন জানায় আরব লিগ এবং অন্যান্য সদস্য দেশগুলো ইসরাইল বরাবরের মতো দায় এড়িয়ে গেলেও, দেশটির এ আচরণ অপরাধের শামিল বলছে ফিলিস্তিন।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।