এবার পশ্চিম তীরকে একীভূত করার ব্যাপারে ইসরাইলকে সতর্ক করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i81334-এবার_পশ্চিম_তীরকে_একীভূত_করার_ব্যাপারে_ইসরাইলকে_সতর্ক_করল_রাশিয়া
জর্দান নদীর পশ্চিম তীরকে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে একীভূত করার ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ইসরাইলের সম্ভাব্য এ পদক্ষেপের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, পশ্চিম তীরের একাংশকে অধিকৃত ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে নিলে মধ্যপ্রাচ্যে সহিংসতা বহুগুণে বেড়ে যাবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১০, ২০২০ ০৯:৩০ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
    রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

জর্দান নদীর পশ্চিম তীরকে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে একীভূত করার ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ইসরাইলের সম্ভাব্য এ পদক্ষেপের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, পশ্চিম তীরের একাংশকে অধিকৃত ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে নিলে মধ্যপ্রাচ্যে সহিংসতা বহুগুণে বেড়ে যাবে।

এর ফলে শান্তিপূর্ণ উপায়ে ফিলিস্তিন সংকট সমাধানের আশাও ধুলিস্যাত হয়ে যাবে বলে তিনি সতর্কবাণী উচ্চারণ করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত যে শতাব্দির সেরা চুক্তির ভিত্তিতে ইসরাইল জর্দান নদীর পশ্চিম তীরের একাংশকে একীভূত করতে চায় মস্কো সে পরিকল্পনা মানে না।

জর্দান নদীর পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি (ফাইল ছবি)

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত ১৭ মে ঘোষণা করেন, পশ্চিম তীরের একাংশকে ইসরাইলের অন্তর্গত করার সময় এসে গেছে। তিনি সে সময় ঘোষণা করেন ১ জুলাই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। কিন্তু বিশ্বব্যাপী তীব্র প্রতিবাদের কারণে তেল আবিব গত ১ জুলাই সে দখলদার পরিকল্পনা বাস্তবায়ন করা থেকে বিরত থাকে।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।