নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে ইরান, চীন ও রাশিয়া: ওয়াশিংটন
(last modified Sat, 25 Jul 2020 00:29:00 GMT )
জুলাই ২৫, ২০২০ ০৬:২৯ Asia/Dhaka
  • উইলিয়াম ইভানিনা
    উইলিয়াম ইভানিনা

মার্কিন সরকার দাবি করেছে, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে ইরান, চীন ও রাশিয়া। তবে এই দাবির পক্ষে কোনো দলিল-প্রমাণ উপস্থাপন করতে পারেনি ওয়াশিংটন।

আমেরিকার জাতীয় নিরাপত্তা ও কাউন্টারইন্টেলিজেন্স সেন্টারের পরিচালক উইলিয়াম ইভানিনা গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে এ দাবি উত্থাপন করেন। তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তা রক্ষা করা হবে মার্কিন গোয়েন্দা বিভাগগুলোর প্রধান দায়িত্ব।

ইভানিনা বলেন, রাশিয়া, ইরান ও চীন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দিয়ে মার্কিন জনগণের দৃষ্টিভঙ্গির ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এসব দেশ এভাবে মার্কিন ভোটারদেরকে তাদের ইচ্ছা অনুযায়ী পরিচালিত করতে চায়।

জনমত জরিপে ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বীর পেয়ে পিছিয়ে পড়েছেন

এর আগেও মার্কিন কর্মকর্তাদের একই ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান, বেইজিং ও মস্কো।

পর্যবেক্ষকরা মনে করছেন, এ ধরনের অভিযোগ উত্থাপন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্পের পক্ষে সহানুভূতি আদায় করা হচ্ছে ওয়াশিংটনের মূল লক্ষ্য। সাম্প্রতিক সময়ে একাধিক নির্ভরযোগ্য জনমত জরিপে দেখা গেছে ট্রাম্প তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে পিছিয়ে রয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ