শিনজো অ্যাবের পদত্যাগ; জাপানের নতুন প্রধানমন্ত্রী সুগা
(last modified Wed, 16 Sep 2020 13:11:23 GMT )
সেপ্টেম্বর ১৬, ২০২০ ১৯:১১ Asia/Dhaka
  • শিনজো অ্যাবে (বামে) ও ইয়োশিহিদে সুগা
    শিনজো অ্যাবে (বামে) ও ইয়োশিহিদে সুগা

জাপানের জাতীয় সংসদের নিম্নকক্ষ বিপুল সংখ্যাগরিষ্ঠর মধ্যদিয়ে ইয়োশিহিদে সুগাকে আজ (বুধবার) নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করলে সুগাকে জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হলো।

জাপানের জাতীয় সংসদের নিম্নকক্ষে ৪৬২টি আসন রয়েছে এবং ভোটাভুটিতে ইয়োশিহিদে ৩১৪টি ভোট পেয়েছেন। আশা করা হচ্ছে এরপর ২৪২ আসনের উচ্চকক্ষও সুগাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে।

ধারণা করা হচ্ছে, ৭১ বছর বয়সী সুগা প্রধানমন্ত্রিত্ব লাভের পর মন্ত্রিসভার অর্ধেক সদস্য বদলে ফেলবেন। আসন্ন মন্ত্রিসভায় মাত্র দুইজন নারী সদস্য থাকবেন এবং মন্ত্রীদের গড় বয়স হবে ৬০ বছর।

তবে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী টিকে যেতে পারেন। তাদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী তারো আসো এবং পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি, অলিম্পিক বিষয়ক মন্ত্রী সেইকো হাশিমোতো এবং পরিবেশ মন্ত্রী শিনজিরো কইজুমি।

সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ছোট ভাই নবুও কিশি সম্ভবত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন আর বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী তারো কোনোকে দেয়া হচ্ছে প্রশাসনিক সংস্কার কার্যক্রম দেখভাল করার দায়িত্ব।#

পার্সটুডে/এসআইবি/১৬

ট্যাগ