মাজহাবগত দ্বন্দ্ব ও উত্তেজনার পেছনে রয়েছে বিদেশি শক্তি: পাকিস্তানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i83270-মাজহাবগত_দ্বন্দ্ব_ও_উত্তেজনার_পেছনে_রয়েছে_বিদেশি_শক্তি_পাকিস্তানের_প্রেসিডেন্ট
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছেন, সেদেশে সাম্প্রতিক মাজহাবগত দ্বন্দ্ব ও উত্তেজনার পেছনে বাইরের হস্তক্ষেপ ছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২০ ১৭:২০ Asia/Dhaka
  • আরিফ আলভি
    আরিফ আলভি

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছেন, সেদেশে সাম্প্রতিক মাজহাবগত দ্বন্দ্ব ও উত্তেজনার পেছনে বাইরের হস্তক্ষেপ ছিল।

তিনি আরও বলেছেন, পাকিস্তানের সব মাজহাব ভিত্তিক দল ও সংগঠনের উচিত ঐক্যের লক্ষ্যে কাজ করা। অনৈক্য ও বিভেদ এড়িয়ে চলা। সবাইকে কুরআনের নির্দেশ মেনে কাজ করার আহ্বান জানান পাকিস্তানের প্রেসিডেন্ট।

তিনি বলেন, কোনো মাজহাবের অধিকার নেই অন্য মাজহাবের লোকদের কাফের হিসেবে ফতোয়া দেওয়া। শত্রুরা দেশে অনৈক্য ও বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার জন্য সব সময় ষড়যন্ত্র করছে।

আরিফ আলভি বলেন, ইসলামের শত্রুদের নানা অপকর্মের ইতিহাস আমাদের জানা। ইসলামের শত্রুরা নিজেদের স্বার্থে মুসলমানদেরকে এবং মুসলিম দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে উসকানি দেয়। ইরান-ইরাক যুদ্ধে আমরা দেখেছি বিশ্বের শক্তিধর দেশগুলো তাদের অস্ত্র বিক্রির জন্য ইরাককে ইরানের বিরুদ্ধে উসকে দিয়েছিল।

এ সময় তিনি কাশ্মীর ও ফিলিস্তিন সমস্যা সমাধানে জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, জাতিসংঘের উচিৎ আন্তর্জাতিক আইন ও নীতিমালা অনুযায়ী সমস্যার সমাধান করা।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।