শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন না ট্রাম্প
(last modified Thu, 24 Sep 2020 05:43:36 GMT )
সেপ্টেম্বর ২৪, ২০২০ ১১:৪৩ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনের পর তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন না।  

গতকাল সাংবাদিকরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চান নির্বাচনে হেরে গেলে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, “কী হয় তা দেখার জন্য আমরা অপেক্ষা করছি।”  

নির্বাচনে পরাজয় মেনে না নেয়ার কথা ট্রাম্প এই প্রথম বলেন নি বরং ২০১৬ সালে নির্বাচনী প্রচারণার প্রথম দিন থেকে ট্রাম্প একথা বলে আসছেন। এর আগে টুইটারে দেয়া পোস্টে তিনি বলেছেন, “নির্বাচনে কী হয় তা দেখার অপেক্ষায় আছি।”

সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ট্রাম্প

সম্প্রতি মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজ ট্রাম্পের কাছে জানতে চেয়েছিল যে, ৩ নভেম্বরের নির্বাচনের ফলাফল তিনি মেনে নেবেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, “না, আমাকে দেখতে হবে। দেখুন….আমাকে দেখতে হবে। আমি হ্যা বলতে চাইছি না, আমি না-ও বলতে চাইছি না। গতবারও আমি বলি নি।”  

এর আগে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখার কথা জানিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২৪

ট্যাগ