যৌথ নৌ-মহড়া চালাচ্ছে পাকিস্তান ও জাপান
(last modified Tue, 06 Oct 2020 14:21:35 GMT )
অক্টোবর ০৬, ২০২০ ২০:২১ Asia/Dhaka
  • জাপান-পাকিস্তানের নৌ মহড়া
    জাপান-পাকিস্তানের নৌ মহড়া

পাকিস্তান এবং জাপান এডেন উপসাগরে যৌথ মহড়া চালাচ্ছে। জলদস্যুতা প্রতিরোধ এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা জোরদারের লক্ষ্য নিয়ে দেশ দুটি এ মহড়া শুরু করেছে।

পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, মহড়ায় পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ জুলফিকার এবং জাপানের ওনামি নামের একটি যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে। তবে মহড়া কয়দিন চলবে সে সম্পর্কে কিছু বলা হয় নি।

পাক নৌবাহিনী আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে জানিয়েছে, দুটি জাহাজ বর্তমানে এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ অংশে মহড়া চালাচ্ছে। জলদস্যুতা প্রতিরোধ এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলে নিরাপত্তা জোরদারের লক্ষ্য করে এ মহড়া চলছে বলে পাক নৌবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, পাকিস্তানের নৌবাহিনী সরকারের নীতি অনুসরণ করে এ অঞ্চলের সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। জাপানের সঙ্গে এই মহড়া দুই দেশের নৌবাহিনীর মধ্যকার সম্পর্ক আরো গভীর করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।#

পার্সটুডে/এসআইবি/৬