সেই বিতর্কিত বিল পাস করেই ফেলল তুর্কি সংসদীয় কমিটি
(last modified Tue, 03 May 2016 12:32:03 GMT )
মে ০৩, ২০১৬ ১৮:৩২ Asia/Dhaka
  • সেই বিতর্কিত বিল পাস করেই ফেলল তুর্কি সংসদীয় কমিটি

তুরস্কের সংসদ সদস্যদের দায়মুক্তির আইন বাতিল করা হয়েছে। তুমুল তর্ক-বিতর্ক আর মারমারির পর বিলটি পাস করেছে সংসদীয় কমিটি। সমালোচকরা বলছেন, তুরস্কের কুর্দিপন্থি বিরোধীদল পিপল’স ডেমোক্র্যাটিক পার্টি বা এইচডিপি’র সংসদ সদস্যদেরকে বিচারের মুখোমুখি করার জন্য এ বিল পাস করা হয়েছে।

বিল পাসের সময় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি, সিএইচপি এবং জাতীয়তাবাদী এমএইচপি’র সংসদ সদস্যরা উপস্থিতি ছিলেন। প্রধান বিরোধীদল এইচডিপি কমিটির বৈঠক থেকে ওয়াক আউট করেন।

গত ১২ এপ্রিল ক্ষমতাসীন দল একেপি বিলটি জাতীয় সংসদে তুলেছিল। তার আগে অবশ্য, ক্ষমতাসীন দল ও তাদরে সমর্থক ৩১৬ জন সংসদ সদস্য বিলটিতে সই করেন। তবে বিলটি নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনার সময় এইচডিপি সংসদ সদস্যদের বিরোধিতার কারণে সরকারি দল হামলা চালায় এবং গত বৃহস্পতিবার ও সোমবার দু’দফায় ব্যাপক মারামারি হয়। সরকারি দলের হামলায় এইচডিপি দলের সংসদীয় নেতা মারাত্মকভাবে আহত হয়েছেন।

সংসদীয় কমিটিতে বিলটি পাসের পর এখণ জাতীয় সংসদের সাধারণ অধিবেশনে তোলা হবে। সেখানে চূড়ান্তভাবে বিলটি পাস করা হবে।#

সিরাজুল ইসলাম/৩

ট্যাগ