জেনেভায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে প্রথম বৈঠক হচ্ছে: ফ্রান্স
(last modified Thu, 08 Oct 2020 05:56:45 GMT )
অক্টোবর ০৮, ২০২০ ১১:৫৬ Asia/Dhaka
  • জেনেভায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে প্রথম বৈঠক হচ্ছে: ফ্রান্স

নগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলমান সংঘাত অবসানের জন্য আজ (বৃহস্পতিবার) সুইজারল্যান্ডের জেনেভায় দু’দেশের প্রতিনিধিদের মধ্যে প্রথম দফা আলোচনা হতে পারে বলে খবর দিয়েছে ফ্রান্স।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ বুধবার প্যারিসে বলেছেন, বৃহস্পতিবার জেনেভায় প্রথম দফা বৈঠক হওয়ার পর সোমবার মস্কোয় দ্বিতীয় দফা বৈঠক হতে পারে। এসব আলোচনা কোনো পূর্বশর্ত ছাড়া অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

এসব বৈঠকে নগরনো-কারাবাখে সংঘর্ষরত পক্ষগুলোকে একটি যুদ্ধবিরতির আলোচনায় রাজি করানোর চেষ্টা করা হবে বলে জানান ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বুধবার ফরাসি পার্লামেন্রে পররাষ্ট্র বিষয়ক কমিটিতে আরো বলেন, ফ্রান্স, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এসব বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই তিন দেশ ওএসসিই মিনস্ক গ্রুপের সদস্য।  শান্তিপূর্ণ উপায়ে কারাবাখ সংকট সমাধানের লক্ষ্যে ১৯৯২ সালে এই গ্রুপ গঠিত হয়। ১৯৯৪ সালে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে একটি যুদ্ধবিরতি হয়। ১৯৯০ এর দশকে এই দুই দেশের দীর্ঘমেয়াদি সংঘর্ষে প্রায় ৩০ হাজার মানুষ নিহত হয়েছিল বলে মনে করা হয়। গতমাসের শেষদিকে শুরু হওয়া চলমান সংঘাতে এরইমধ্যে অন্তত ২০০ মানুষ নিহত হয়েছে। #

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ