অক্টোবর ২০, ২০২০ ২১:২৭ Asia/Dhaka
  • ইরানের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র
    ইরানের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে অস্ত্র ও ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশংসা করেছে চীন বলেছে, বিষয়গুলো এখন বিশ্বস্ততার সাথে বাস্তবায়ন করতে হবে।

জাতিসংঘে চীনের স্থায়ী মিশন এক টুইটার বার্তায় বলেছে,১৮ অক্টোবর ইরানের ওপর থেকে অস্ত্র এবং ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে গেছে এবং এর মধ্যদিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ৫৩১ নম্বর প্রস্তাব বাস্তবায়নের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। এই ব্যবস্থা পরিষ্কারভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবকে উচ্চ তুলে ধরেছে এবং বিষয়টি বিশ্বস্ততার সাথে এখন বাস্তবায়ন করতে হবে।

জাতিসংঘে চীনের মিশন বলেছে, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণুর সমঝোতার প্রতি বেইজিং প্রতিশ্রুতিবদ্ধ এবং সব পক্ষের সঙ্গে এ সমঝোতা বাস্তবায়নের পথে দ্রুত এগিয়ে যেতে চায়।

এর আগে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। তিনি বলেন, “পরমাণু সমঝোতা বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন অবস্থান তুলে ধরেছে।”#

পার্সটুডে/এসআইবি/২০

ট্যাগ