ম্যাক্রনকে মানসিক চিকিৎসা করাতে বললেন এরদোগান; ক্ষোভে রাষ্ট্রদূত তলব
-
ম্যাক্রন (বামে) ও এরদোগান (ডানে)
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, মুসলমান ও ইসলাম ধর্মের প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের যে মনোভাব তাতে তার মানসিক চিকিৎসা দরকার।
সম্প্রতি ম্যাক্রন তার ভাষায় ইসলামি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি দাবি করেছেন, এই বিচ্ছিন্নতাবাদীরা ফ্রান্সের মুসলমান সম্প্রদায়গুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে।
ফরাসি প্রেসিডেন্টের এই বক্তব্যের তীব্র সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান তার দলের এক প্রাদেশিক সমাবেশে বলেন, "ম্যাক্রনের মানসিক চিকিৎসা প্রয়োজন। একজন রাষ্ট্রনায়ককে এর চেয়ে বেশি কী বলা যায়, যিনি বিশ্বাসের স্বাধীনতার বিষয়টি বোঝেন না এবং তার দেশে বসবাসরত ভিন্ন বিশ্বাসের লাখ লাখ মানুষের সাথে এই ব্যবহার করেন?"
এরদোগানের এই মন্তব্যের পর ফ্রান্সে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে ম্যাক্রন সরকার। ম্যাক্রনের দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, "প্রেসিডেন্ট এরদোয়ানের মন্তব্য গ্রহণযোগ্য নয়। অতিরিক্ত মন্তব্য ও অভদ্রতা কোনও পন্থা নয়।"
তুরস্ক ও ফ্রান্স উভয়ই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হলেও বিভিন্ন ইস্যুতে পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে।#
পার্সটুডে/এসএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।