এগিয়ে আসছে মার্কিন নির্বাচন, বাড়ছে সহিংসতার আশঙ্কা
https://parstoday.ir/bn/news/world-i84315
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন নির্বাচনের দিনে এই সহিংসতা হতে পারে, এমনকি তার পরেও সহিংসতা চলতে পারে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ০১, ২০২০ ১৮:১২ Asia/Dhaka
  • আমেরিকায় নির্বাচনকেন্দ্রিক সহিংসতার আশংকা বাড়ছে
    আমেরিকায় নির্বাচনকেন্দ্রিক সহিংসতার আশংকা বাড়ছে

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন নির্বাচনের দিনে এই সহিংসতা হতে পারে, এমনকি তার পরেও সহিংসতা চলতে পারে।

আমেরিকার পোর্টল্যান্ডের ডেমোক্র্যাটিক সোশালিস্টের কো-চেয়ারপারসন অলিভিয়া কাতবি স্মিথের বরাত দিয়ে দৈনিক ওয়াশিংটন পোস্ট লিখেছে, শক্তিমানরা যতক্ষণ পর্যন্ত হুমকি অনুভব না করে ততক্ষণ পর্যন্ত ক্ষমতা ছাড়তে চায় না। জনগণ তখন সহিংসতার ভাষা বেছে নিতে পছন্দ করেন।

আশঙ্কা করা হচ্ছে দুপক্ষের উগ্রবাদী কর্মীরা অরিজোনের পোর্টল্যান্ডে নির্বাচনের দিন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হতে পারে। এই পোর্টল্যান্ডে দীর্ঘদিন ধরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ হয়েছে এবং পোর্টল্যান্ড মার্কিনিদের বিভক্তির প্রতীকে পরিণত হয়েছে।

নির্বাচনের আগে অস্ত্র বিক্রি বেড়েছে

মেম্বার অনলি সারভাইভালিস্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা ড্রিউ মিলার বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে আমেরিকা গৃহযুদ্ধে জড়িয়ে পড়বে না তবে প্রথম বিশ্বযুদ্ধের দিকে তাকালে দেখা যাবে যে, কিছু গুরুত্বপূর্ণ ও নিচু পরিচয়ের মানুষ গুপ্তহত্যার শিকার হয়েছে এবং এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এক্ষেত্রে আমি বহু মানুষকে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার আশঙ্কা করতে দেখেছি।”

নির্বাচনের প্রচারণা সভাগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্প ঘৃণা ছড়ানোর কিছু বক্তব্য দিয়েছেন যা কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে উগ্র শ্বতাঙ্গদের উসকে দিতে পারে। এছাড়া, নির্বাচনের আগ মুহূর্তে আমেরিকায় বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি বেড়ে গেছে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে অনেককেই গৃহযুদ্ধ নিয়ে আলোচনা করতে হয় দেখা যাচ্ছে। ফলে এ নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন নাগরিকদের মধ্যে দি নদিন উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।#

পার্সটুডে/এসআইবি/১