উইসকনসিনে বাইডেনের জয়: বাইডেন ২৪৮, ট্রাম্প ২১৩
(last modified Wed, 04 Nov 2020 19:50:16 GMT )
নভেম্বর ০৫, ২০২০ ০১:৫০ Asia/Dhaka
  • উইসকনসিনে বাইডেনের জয়: বাইডেন ২৪৮, ট্রাম্প ২১৩

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা এখনও চলছে। উইসকনসিন অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এই অঙ্গরাজ্যে তিনি মাত্র শূন্য দশমিক ৬ শতাংশ ভোট বেশি পেয়েছেন। এই অঙ্গরাজ্যে ১০টি ইলেকটোরাল ভোট রয়েছে।

এর ফলে এ নিয়ে ২৪৮টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হলো বাইডেনের। তবে ট্রাম্পের সহযোগীরা জানিয়েছেন, তারা উইসকসিনে ভোট পুনঃগণনার আবেদন জানাবেন। 

এর আগে ফক্স নিউজ জানিয়েছিল, বাইডেন ২৩৮টি ইলেকটোরাল কলেজে এরইমধ্যে জিতেছেন। বিজয় চূড়ান্ত হতে তার আর মাত্র ২২টি ভোট দরকার। 

ভোট গণনার সর্বশেষ তথ্য অনুযায়ী মিশিগান ও নেভাডাতেও সামান্য ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন। এই দুই অঙ্গরাজ্যে রয়েছে মোট ২২টি ইলেকটোরাল কলেজ। এই দুটিতে জিতলেই বাইডেনের হোয়াইট হাউসে প্রবেশ নিশ্চিত হবে।

বর্তমানে ট্রাম্পের ঝুড়িতে রয়েছে ২১৩টি ইলেকটোরাল ভোট। বিজয় নিশ্চিত করতে ট্রাম্পের দরকার ৫৭।

নেভাদা অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোট রয়েছে ছয়টি। অঙ্গরাজ্যটিতে ৮৬ শতাংশ ভোট গণনা হয়েছে। এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক সাত শতাংশ। আর জো বাইডেন পেয়েছেন ৪৯ দশমিক তিন শতাংশ। এই অঙ্গরাজ্যটিতে এগিয়ে রয়েছেন বাইডেন।

১৬ ইলেকটোরালের ভোটের অঙ্গরাজ্য মিশিগানেও অল্প ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বাইডেন। অঙ্গরাজ্যটিতে মোট ভোটের ৯৪ শতাংশ গণনা করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন।

এই ধারা অব্যাহত থাকলে বাইডেনই হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।#

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ