বাইডেন ক্ষমতা গ্রহণ করলে উসকানি পরিহার করুন: উ. কোরিয়াকে সিউল
(last modified Sun, 15 Nov 2020 00:17:26 GMT )
নভেম্বর ১৫, ২০২০ ০৬:১৭ Asia/Dhaka
  • বাইডেন ক্ষমতা গ্রহণ করলে উসকানি পরিহার করুন: উ. কোরিয়াকে সিউল

জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলে উসকানিমূলক নীতি পরিহার করার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শনিবার) এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে।

‌সম্ভাব্য বাইডেন সরকারের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় ওয়াশিংটনের কাছ থেকে ছাড় আদায় করার লক্ষ্যে পিয়ংইয়ং উসকানিমূলক নীতি গ্রহণ করতে যাচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর সিউল এ আহ্বান জানাল।

উত্তর কোরিয়া সম্প্রতি তার নয়া কৌশলগত ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। পিয়ংইয়ংয়ের এ পদক্ষেপকে ‘মারাত্মক উসকানি’ বলে মন্তব্য করেছে দক্ষিণ কোরিয়া। সিউল বলেছে, কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ ধরনের ‘উসকানি’ বন্ধ করা উচিত।

আমেরিকার সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের ব্যাপারে এখনো উত্তর কোরিয়া কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন রাজনৈতিক পরিস্থিতির প্রতি গভীর নজর রেখেছে পিয়ংইয়ং এবং যতক্ষণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে নির্বাচনে পরাজয় মেনে না নিচ্ছেন ততক্ষণ এ ব্যাপারে উত্তর কোরিয়া নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।