বিনামূল্যে করোনা ভ্যাকসিন বিতরণ করবে পাকিস্তান সরকার
ডিসেম্বর ১৭, ২০২০ ২০:২৬ Asia/Dhaka
পাকিস্তান সরকার করোনাভাইরাস মোকাবেলার জন্য ভ্যাকসিন কিনবে এবং বিনামূল্যে তা জনগণের মাঝে বিতরণ করা হবে।
পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ন্যাশনাল হেলথ সার্ভিসেস রেগুলেশনস অ্যান্ড কোঅর্ডিনেশন বিষয়ক বিশেষ সহকারী ডক্টর ফয়সাল সুলতান এ কথা জানান।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে ড. ফয়সাল যখন একথা জানান সেদিনই দেশটিতে পাঁচ মাসের মধ্যে প্রথমবারের মতো ১০০ জনের বেশি করোনাভাইরাসে মারা গেছে।
গতকাল পর্যন্ত পাকিস্তানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নয় হাজার মানুষ মারা গেছে। ড. ফয়সাল বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন কেনার ব্যাপারে সরকার নানা আঙ্গিক থেকে উদ্যোগ নিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৭
ট্যাগ