বুলগেরিয়া থেকে রুশ কূটনীতিক বহিষ্কার: পাল্টা ব্যবস্থা নেবে মস্কো
(last modified Sat, 19 Dec 2020 08:21:44 GMT )
ডিসেম্বর ১৯, ২০২০ ১৪:২১ Asia/Dhaka
  • বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় রুশ দূতাবাসের ফাইল ফটো
    বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় রুশ দূতাবাসের ফাইল ফটো

বুলগেরিয়া থেকে রাশিয়ার সামরিক অ্যাটাশেকে বহিষ্কার করার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে মস্কো। রুশ কূটনীতিকের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অভিযোগ এনে তাকে বহিষ্কার করে বুলগেরিয়া সরকার।  

গতকাল (শুক্রবার) বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রুশ দূতাবাসের একজন কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। রুশ কূটনীতিককে বুলগেরিয়া ছাড়ার জন্য ৭২ ঘণ্টা বা তিনদিন সময় দেয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, রাশিয়ার এ কূটনীতিকের কর্মকাণ্ড তার পদমর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

২০১৯ সালের অক্টোবর মাস থেকে এই পর্যন্ত ন্যাটো জোটভুক্ত দেশগুলো হতে রাশিয়ার ছয়জন কূটনীতিককে বহিষ্কার করা হলো।

বুলগেরিয়ার সরকারি কৌঁসুলি বলেছেন, রুশ কুটনীতিক গুরুত্বপূর্ণ সামরিক তথ্য যোগাড় করার চেষ্টা করছিলেন। এর মধ্যে অন্যতম হচ্ছে- ২০১৭ সালে সামরিক মহড়ার সময় বুলগেরিয়ায় আমেরিকার কত সেনা মোতায়েন করা হয়েছিল তিনি তা জানার চেষ্টা করেছেন। এছাড়া, বুলগেরিয়ার রাষ্ট্রীয় গোপন তথ্য জানার জন্য একজন বুলগেরিয় নাগরিককে অর্থ দিয়েছেন। তবে রাশিয়া এসব অভিযোগকে  মিথ্যা ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছে।#  

পার্সটুডে/এসআইবি/১৯

ট্যাগ