নিষেধাজ্ঞার নাটক বন্ধ করুন: পম্পেওকে চীন
(last modified Mon, 18 Jan 2021 15:11:47 GMT )
জানুয়ারি ১৮, ২০২১ ২১:১১ Asia/Dhaka
  • মাইক পম্পেও
    মাইক পম্পেও

হংকং ইস্যুতে চীনের ওপর আমেরিকার বিদায়ী প্রশাসন নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার কঠোর সমালোচনা করে বেইজিং বলেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এইসব নাটক বন্ধ করা উচিত। চীনের বিরুদ্ধে আমেরিকার এই নিষেধাজ্ঞা আরোপের ঘটনাকে ব্যর্থ প্রচেষ্টা বলে মন্তব্য করেছে বেইজিং।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদায় নেয়ার মাত্র দুই দিন আগে চীনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপের ঘটনা ঘটলো। হংকংয়ের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং স্বাধীনতা নস্যাৎ করার কথিত অভিযোগে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।

জবাবে চীনের ম্যাকাও এবং হংকং বিষয়ক কার্যালয় বলেছে, পম্পেওর মতো মানুষ হাস্যকর ব্যক্তি ছাড়া আর কিছুই নন যিনি ইতিহাসের চাকা থামিয়ে দেয়ার ব্যর্থ চেষ্টা করছেন।

এদিকে হংকংয়ের সরকার ও আমেরিকার এই নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে একে পাগলামি, নির্লজ্জ ও নিন্দনীয় বলে উল্লেখ করেছে।#

পার্সটুডে/এসআইবি/১৮

ট্যাগ