মিয়ানমারের রাজধানীতে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ: পুলিশের বাধা
ফেব্রুয়ারি ০৮, ২০২১ ১৮:৩১ Asia/Dhaka
পুলিশের বাধা উপেক্ষা করে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে রাজধানীতে আজও বিক্ষোভ হয়েছে। মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দলের নেত্রী অং সান সুচি এবং প্রেসিডেন্ট উইন মিন্ট-সহ দেশটির রাজনৈতিক নেতাদের মুক্তি এবং বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবিতে এ বিক্ষোভ চলছে।
ধারাবাহিক বিক্ষোভের অংশ হিসেবে আজও (সোমবার)মিয়ানমারের রাজধানীর রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভে নামেন এবং তারা সেনাশাসনের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীদের হাতে ছিল লাল রঙের বেলুন এবং এনএলডি দলের পতাকা। বিক্ষোভকারীরা বলেন, “আমরা সেনা শাসন চাই না, আমরা গণতন্ত্র চাই।”#
পার্সটুডে/মো.আবুসাঈদ/০৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।