বেসামরিক মানুষ হত্যা বন্ধ করুন: মিয়ানমারের প্রতি ই. ইউ'র আহ্বান
(last modified Mon, 29 Mar 2021 13:47:56 GMT )
মার্চ ২৯, ২০২১ ১৯:৪৭ Asia/Dhaka
  • জোসেফ বোরেল
    জোসেফ বোরেল

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান মিয়ানমারে বেসামরিক মানুষ হত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন। সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষুব্ধ জনতার ওপর হত্যাকাণ্ডের নিন্দা জানান জোসেফ বোরেল।

ই. ইউ'র এক্সটার্নাল সার্ভিসের ওয়েব সাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে আরও বলা হয়েছে সেনাবাহিনীর মাধ্যমে শতাধিক নিরীহ মানুষ হত্যার ঘটনা অযৌক্তিক ও লজ্জাজনক।

তিনি মিয়ানমারে চলমান ওই সংঘর্ষের নিন্দা জানান এবং সময় নষ্ট না করে পাশবিক এই বিপর্যয় বন্ধ করার জন্য সেদেশের জেনারেলদের প্রতি আহ্বান জানান।

মিয়ানমারে গতকালও সামরিক অভ্যুত্থান বিরোধী জনতার বিক্ষোভে হামলার ঘটনায় অন্তত ১১৪ জন নিহত হয়েছে।

পার্সটুডে/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

 

ট্যাগ