আর্জেন্টিনার প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত; তবে শারীরিকভাবে সুস্থ
-
আলবার্তো ফার্নান্দেজ
আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ দুই ডোজ টিকা নেয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার নিজের ৬২তম জন্মদিনে কোভিড-১৯ পজিটিভের খবর পান তিনি।
এক টুইট বার্তায় নিজের করোনা শনাক্তের কথা নিশ্চিত করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজ। তিনি বলেন, ‘জ্বর ও হালকা মাথাব্যথার কারণে করোনার পরীক্ষা করতে দিয়েছিলাম।
আজ দিন শেষে সেটির ফলাফল পজিটিভ এসেছে।’ করোনা শনাক্ত হওয়ায় আলবার্তো ফার্নান্দেজ স্বেচ্ছা আইসোলেশনে আছেন। শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন।
ফার্নান্দেজ বলেন, ‘এই খবরটি ছাড়া জন্মদিন পার করতে পারলে খুশি হতাম। কিন্তু আমি মানসিকভাবে প্রফুল্ল আছি।’ আর্জেন্টিনায় করোনার দ্বিতীয় ঢেউ আঘাত করেছে।
দক্ষিণ আমেরিকার দেশটিতে প্রায় ২৩ লাখ করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত করা হয়েছে এবং ৫৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।#
পার্সটুডে/এসএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।