কৃষ্ণসাগরে উস্কানির জন্য আমেরিকা এবং ন্যাটো জোটকে অভিযুক্ত করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i90454
কৃষ্ণ সাগরের উস্কানিমূলক তৎপরতা চালানোর জন্য আমেরিকা এবং মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে অভিযুক্ত করেছে রাশিয়া।  মস্কো বলছে, পশ্চিমা শক্তিগুলো কৃষ্ণসাগরের পানিসীমা এবং আকাশসীমায়  উস্কানিমূলক তৎপরতা চালাচ্ছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ২১, ২০২১ ১৮:২১ Asia/Dhaka
  • কৃষ্ণসাগরে মার্কিন ডেস্ট্রয়ার
    কৃষ্ণসাগরে মার্কিন ডেস্ট্রয়ার

কৃষ্ণ সাগরের উস্কানিমূলক তৎপরতা চালানোর জন্য আমেরিকা এবং মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে অভিযুক্ত করেছে রাশিয়া।  মস্কো বলছে, পশ্চিমা শক্তিগুলো কৃষ্ণসাগরের পানিসীমা এবং আকাশসীমায়  উস্কানিমূলক তৎপরতা চালাচ্ছে।

গতকাল (মঙ্গলবার) রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগুর বরাত দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা এ খবর দিয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী একইসঙ্গে ইউক্রেনকে দনবাস এলাকায় অস্থিতিশীল অবস্থা তৈরীর জন্য অভিযুক্ত করেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন নিয়ে যখন মস্কো এবং পশ্চিমা শক্তিগুলোর মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে তখন রাশিয়া এই সব অভিযোগ করল। 

আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা ইউক্রেন সীমান্তে সেনা শক্তি বাড়ানোর কারণে উদ্বেগ প্রকাশ করে আসছে। অন্যদিকে, রাশিয়া বলছে-  ন্যাটোর সম্ভাব্য সামরিক হুমকি মোকাবেলায় জবাবে তারা সেনা মোতায়েন করছে।

সাম্প্রতিক দিনগুলোতে দনবাস এলাকায়  ইউক্রেনের সেনা এবং  রুশপন্থী গেরিলাদের মধ্যে সহিংসতা বেড়েছে। ২০১৪ সাল থেকে ওই এলাকায় সংঘর্ষ চলে আসছে। পশ্চিমা উসকানিতে গণ বিক্ষোভের মাধ্যমে ইউক্রেন থেকে রুশপন্থি সরকার হটিয়ে পশ্চিমা সমর্থিত সরকার বসানোর পর থেকে দনবাস এলাকায় সংঘর্ষ শুরু হয়।#

পার্সটুডে/এসআইবি/২১