ইসরাইলের মাধ্যমে আমেরিকার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে চায় তুরস্ক?
https://parstoday.ir/bn/news/world-i90630-ইসরাইলের_মাধ্যমে_আমেরিকার_সঙ্গে_সম্পর্কের_উন্নতি_ঘটাতে_চায়_তুরস্ক
ইহুদিবাদী ইসরাইলের সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী ড্যানি আয়ালোন বলেছেন, তুরস্ক তেল আবিবের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার মাধ্যমে আমেরিকার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে চায়। রুশ বার্তা সংস্থা স্পুৎনিক আয়ালোনের এ বক্তব্য প্রকাশ করেছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
এপ্রিল ২৫, ২০২১ ০৫:১৫ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী ড্যানি আয়ালোন
    ইহুদিবাদী ইসরাইলের সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী ড্যানি আয়ালোন

ইহুদিবাদী ইসরাইলের সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী ড্যানি আয়ালোন বলেছেন, তুরস্ক তেল আবিবের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার মাধ্যমে আমেরিকার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে চায়। রুশ বার্তা সংস্থা স্পুৎনিক আয়ালোনের এ বক্তব্য প্রকাশ করেছে।

তিনি বলেছেন, তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া একটি সম্মেলনে ইসরাইলের জ্বালানীমন্ত্রী ইউভাল স্টেইনিতযকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই আমন্ত্রণ থেকে তেল আবিবের প্রতি আঙ্কারার নীতিতে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।

সাবেক ইসরাইলি উপ পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ইসরাইলের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটিয়ে ওয়াশিংটনের ঘনিষ্ঠ হওয়ার সকল উপায় অবলম্বন করছে আঙ্কারা। ড্যানি আয়ালোন বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘটনাবলী বিশেষ করে সিরিয়া ও লিবিয়া পরিস্থিতিতে হস্তক্ষেপ করে তুরস্ক এ অঞ্চলে অনেকটা একঘরে হয়ে পড়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে তুরস্কের সম্পর্কে টানাপড়েন চলছে। ২০১৮ সালে গাজা উপত্যকায় ইসরাইলি হামলার জের ধরে আঙ্কারা ও তেল আবিব থেকে পরস্পরের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ইসরাইল ও তুরস্ক। তবে দুই পক্ষের মধ্যে সব সময় বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত ছিল।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।