‘সেনা প্রত্যাহারের অর্থ এই নয় যে, আমরা আফগানিস্তান থেকে চলে যাচ্ছি’
https://parstoday.ir/bn/news/world-i91082
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পরও দেশটিতে মার্কিন উপস্থিতি বজায় থাকবে। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ০৩, ২০২১ ১৮:৫৩ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পরও দেশটিতে মার্কিন উপস্থিতি বজায় থাকবে। 

আমেরিকা যখন আফগানিস্তান থেকে  আনুষ্ঠানিকভাবে সেনা  প্রত্যাহার শুরু করেছে এবং প্রেসিডেন্ট জো বাইডেন যখন বলছেন যে,  তিনি সীমাহীন যুদ্ধের অবসান ঘটাবেন তখন ব্লিংকেন এই কথা বললেন। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ২০ বছর ধরে আফগান যুদ্ধে লেগে আছি এবং মাঝেমধ্যে আমরা ভুলে যাই কেন আমরা সেখানে প্রথমে গিয়েছিলাম। যারা নাইন ইলেভেনের হামলায় জড়িত তাদেরকে উৎখাতের জন্য আমরা আফগানিস্তানে সামরিক অভিযান চালিয়েছিলাম। গত ২০ বছর ধরে আমরা সেখানে এ কাজই করেছি। এখন আফগানিস্তান থেকে সেনারা দেশে ফেরত যাচ্ছে তার মানে এই না যে, আমরা  আফগানিস্তান  ছেড়ে চলে যাচ্ছি।  আমরা আফগানিস্তান ছাড়বো না। 

আফগানিস্তান থেকে প্রত্যাহার হচ্ছে মার্কিন সেনা

তিনি তার ভাষায় বলেন, আফগানিস্তানের উন্নয়নের জন্য আমেরিকা অর্থনৈতিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখবে।

ব্লিংকেন বলেন, তালেবান যদি আবার ক্ষমতা দখল করে তাহলে আমাদের যেকোনো পরিস্থিতির  জন্য প্রস্তুত থাকতে হবে।

গত শনিবার থেকে আফগানিস্তান হতে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বরের ভেতরে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হবে বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।#

পার্সটুডে/এসআইবি/৩