নেপালে সংসদ ভেঙে দিলেন প্রেসিডেন্ট; নির্বাচন ১২ নভেম্বর
নেপালে পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ও বিরোধী নেতা শের বাহাদুর দেউবা উভয়ই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হওয়ায় প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি দেশটির পার্লামেন্ট ভেঙে দেন।।
নেপালে পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ও বিরোধী নেতা শের বাহাদুর দেউবা উভয়ই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হওয়ায় প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি দেশটির পার্লামেন্ট ভেঙে দেন।।
আগামী নভেম্বরে সাধারণ নির্বাচনের আয়োজন করা হবে।
নেপালে রাজনৈতিক সংকটের শুরু গত বছরে। গত ২০ ডিসেম্বর দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি হঠাৎ করে দেশটির নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ভেঙে দিয়ে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দেন। কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়, এরপর দেশটির সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেন। আদালত বলেন, এই সিদ্ধান্ত অসাংবিধানিক।
এরপর প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আকস্মিকভাবে পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দেন। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য গতকাল শুক্রবার পর্যন্ত সময় দিয়েছিলেন প্রেসিডেন্ট। কিন্তু উভয় পক্ষ তাতে ব্যর্থ হন।
বিবৃতিতে আরও বলা হয়, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের এবং ১৯ নভেম্বর দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। #
পার্সটুডে/এসএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।