ভিয়েনা সংলাপ: পরবর্তী বৈঠকে সমঝোতার ব্যাপারে নিশ্চিত ইউরোপ
-
বুধবার রাতে ভিয়েনায় সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন এনরিক মোরা
ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে অংশগ্রহণকারী ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র প্রতিনিধি এনরিক মোরা বলেছেন, তিনি এ ব্যাপারে নিশ্চিত যে, আগামী সপ্তাহে পরবর্তী দফা আলোচনায় চূড়ান্ত সমঝোতা অর্জিত হবে।তিনি আরো বলেছেন, আমেরিকার পরমাণু সমঝোতায় প্রত্যাবর্তন এবং ইরানের পক্ষ থেকে তার প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়নের ব্যাপারে এ সমঝোতা অর্জিত হবে।
মোরা বুধবার রাতে পঞ্চম দফা সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি বলেন, মৌলিক বিষয়গুলোতে সমঝোতা অর্জিত হয়েছে এবং এ বিষয়ে আলোচক দলগুলো নিজ নিজ দেশের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করার জন্য যার যার দেশে ফিরে যাচ্ছে। আগামী সপ্তাহে ষষ্ঠ দফা বৈঠকে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে।
এর আগে পঞ্চম দফা বৈঠকের সমাপনি অধিবেশনের আগে ভিয়েনা বৈঠকে অংশগ্রহণকারী ইরানি প্রতিনিধিদলের প্রধান সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছিলেন, সংলাপে মতপার্থক্য এমন এক জায়গায় পৌঁছেছে যে, সব পক্ষ মনে করছে এই মতপার্থক্য নিরসন করা সম্ভব।
আগামী সপ্তাহে ষষ্ঠ দফা বৈঠক হবে বলে জানানো হলেও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। কোনো কোনো গণমাধ্যম একটি চূড়ান্ত সমঝোতার খসড়া প্রস্তুত হয়ে গেছে বলে দাবি করলেন এনরিক মোরা বলেছেন, এখন পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত করা হয়নি।#
পার্সটুডে/এমএমআই/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।