কানাডার আরেকটি আবাসিক স্কুলের কাছে শত শত মৃতদেহ পাওয়া গেছে
https://parstoday.ir/bn/news/world-i93682-কানাডার_আরেকটি_আবাসিক_স্কুলের_কাছে_শত_শত_মৃতদেহ_পাওয়া_গেছে
কানাডার সাচকাচেওয়ান প্রদেশে গির্জা পরিচালিত একটি সাবেক আবাসিক স্কুলের পাশে কয়েকশ কবরের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এসব কবরের বেশিরভাগই শিশুদের। প্রদেশটিতে ৭৪টি জাতিগোষ্ঠীর লোকজনের বসবাস রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৪, ২০২১ ১৬:৪৭ Asia/Dhaka
  • ম্যারিয়েভাল ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুল (ফাইল ফটো)
    ম্যারিয়েভাল ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুল (ফাইল ফটো)

কানাডার সাচকাচেওয়ান প্রদেশে গির্জা পরিচালিত একটি সাবেক আবাসিক স্কুলের পাশে কয়েকশ কবরের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এসব কবরের বেশিরভাগই শিশুদের। প্রদেশটিতে ৭৪টি জাতিগোষ্ঠীর লোকজনের বসবাস রয়েছে।

ফেডারেশন অব সভরেইন ইনডিজিনাস ফার্স্ট নেশন্স গতকাল (বুধবার) এক বিবৃতিতে জানিয়েছে, কবরগুলো সাবেক ম্যারিয়েভাল ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলের কাছে অবস্থিত। ফেডারেশন কবরের সঠিক সংখ্যা জানায় নি তবে এইসব কবর কানাডার সাম্প্রতিক ঘটনাবলীতে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। 

ফার্স্ট নেশনের প্রধান কাডমাস ডেলোর্‌সে আজ (বৃহস্পতিবার) এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন। কিছুদিন আগে কানাডার আরো একটি স্কুলের পাশে কবরের সন্ধান পাওয়া গেছে। ওইসব কবরের মধ্যে ২১৫টি শিশুর মৃতদেহ ছিল।# 

পার্সটুডে/এসআইবি/২৪