মিয়ানমারে সামরিক ক্যুর পর সহিংসতায় ২ লাখ ৩০ হাজার উদ্বাস্তু
(last modified Fri, 25 Jun 2021 05:54:08 GMT )
জুন ২৫, ২০২১ ১১:৫৪ Asia/Dhaka
  • খাদ্য পাওয়ার আশায়  লাইনে দাঁড়িয়ে আছে মিয়ানমারের একদল নাগরিক
    খাদ্য পাওয়ার আশায় লাইনে দাঁড়িয়ে আছে মিয়ানমারের একদল নাগরিক

মিয়ানমারে সামরিক ক্যু’র পর অভ্যন্তরীণ সহিংসতায় অন্তত দুই লাখ ৩০ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছে। জাতিসংঘ গতকাল (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনী অং সান সুচির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের কয়েক মাস পরে এসে জাতিসংঘ এ তথ্য দিল।

গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী সুচি সরকারকে উৎখাত করে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়ার পর মিয়ানমারের ভেতরে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়েছে। সেখানে প্রায় প্রতিদিন প্রতিবাদ-বিক্ষোভ হচ্ছে।

বিক্ষোভকারীরা সামরিক সরকারের পরিবর্তে বেসামরিক সরকারব্যবস্থা ফিরিয়ে আনা ও অং সান সুচির মুক্তির দাবি জানাচ্ছে। বিক্ষোভকারীরা অনেক সময় আইন অমান্য করার আন্দোলনও করছে।

গত নভেম্বর মাসে মিয়ানমারে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সামরিক বাহিনী বলছে ওই নির্বাচনে সুচির দল প্রতারণার আশ্রয় নিয়েছে। এ অভিুযোগ তুলে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে নেয়।

সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে যে বিক্ষোভ সমাবেশ হচ্ছে তার ওপর বহুবার সেনা সদস্যরা হামলা চালিয়েছে এবং এ পর্যন্ত দেশটিতে ৮৭৭ জন নিহত হয়েছে। এছাড়া, আটক করা হয়েছে ছয় হাজার ব্যক্তিকে। নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর এমন বলপ্রয়োগের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে।#

পার্সটুডে/এসআইবি/২৫

ট্যাগ