‘ফেসবুকে গোপনীয়তা রক্ষা করতে চাইলে নতুন লাইক বাটন ব্যবহার করবেন না’
(last modified Mon, 16 May 2016 16:36:06 GMT )
মে ১৬, ২০১৬ ২২:৩৬ Asia/Dhaka
  • ‘ফেসবুকে গোপনীয়তা রক্ষা করতে চাইলে নতুন লাইক বাটন ব্যবহার করবেন না’

বেলজিয়ামের পুলিশ নিজ দেশের নাগরিকদের পরামর্শ দিয়েছে, গোপনীয়তা রক্ষা করতে চাইলে ফেসবুকের নতুন রিঅ্যাকশন বুতামগুলো ব্যবহার করবেন না।

ফেসবুকের পুরোনো লাইক বাটনের পাশাপাশি ফেব্রুয়ারি মাসে নতুন ছয়টি রিঅ্যাকশন অপশন যোগ করা হয়েছে। ডিসলাইক বাটন যোগ করার জন্য অনেক দিন ধরেই ফেসবুকে আবেদন জানানোর পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেয়া হয়। ফেসবুক ব্যবহারকারীরা এখন লাইকের পাশাপাশি স্বচ্ছন্দে বেদনা, বিস্ময়, রাগ, ভালোবাসা এবং হাসি প্রকাশ করতে পারছেন।

কিন্তু বেলজিয়াম পুলিশ নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলছে, ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং তাদের কাছে বিজ্ঞাপন তুলে ধরার অনুকূল সময় নির্ধারণের জন্য নতুন এ ফিচারগুলোকে ব্যবহার করছে ফেসবুক কর্তৃপক্ষ। এ ছাড়া, নিজের গোপনীয়তা বজায় রাখতে চাইলেও ফেসবুকের এসব অপশন ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত বলে বেলজিয়াম পুলিশের ওয়েববসাইটে বলা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/আশরাফুর রহমান/১৬

ট্যাগ