'পাশ্চাত্যে জীবন ব্যবস্থা অনুষ্ঠানটি আমাদের অন্ধ বিশ্বাস দূর করেছে'
আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের আমি একজন নিয়মিত শ্রোতা। প্রত্যহ আপনাদের সান্ধ্য অনুষ্ঠান শুনে থাকি অত্যন্ত মনোযোগ সহকারে। আপনাদের অনুষ্ঠান যেমন জ্ঞান পিপাসুদের জ্ঞানের খোরাক জোগায় তেমনি সঠিক ও বাস্তব তথ্য তুলে ধরে দূর করে অন্ধ বিশ্বাসীদের মনের অমানিশা।
রেডিও তেহরানের এমনই একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান হচ্ছে 'পাশ্চাত্যে জীবন ব্যবস্থা'। আমাদের দেশের জনগণ পাশ্চাত্যের দেশ গুলো সম্বন্ধে অনেক উচ্চ ধারণা পোষণ করে থাকে। সভ্য, শিক্ষিত ও উন্নত জাতি হিসেবে তাদের মনে করে থাকে। কিন্তু রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের সংস্পর্শে এসে 'পাশ্চাত্যে জীবন ব্যবস্থা' নামক অনুষ্ঠান শুনে জানতে পারলাম পাশ্চাত্যের দেশগুলোর জীবন ও সমাজ ব্যবস্থা কতটা ভয়াবহ ও ঝুঁকিপুর্ণ। সভ্যতার মানদণ্ডে ওরা রেখেছে মদ্যপান, ছেলে- মেয়েদের অবাধ মেলামেশা, অবাধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার ইত্যাদি। অথচ সে দেশের সরকারি ও বেসরকারি থেকে শুরু করে বিভিন্ন সংস্থার রিপোর্টের মধ্য দিয়ে এটা প্রমাণিত যে মদ্যপান মানেই ক্ষতি, এর কোনো নিরাপদ মাত্রা নেই। মদ্যপায়ীরা নিজের ক্ষতির সঙ্গে অন্যদেরও ক্ষতি করে। মদ পানের কারণে যেমন ঘটে সড়ক দুর্ঘটনা তেমনি বাড়ে যৌন নির্যাতন।
পশ্চাতের দেশগুলোতে ছেলে-মেয়েদের অবাধ মেলামেশার কারণে সেখানে যেমন বেড়ে চলেছে অবাধ যৌনাচার, তেমনি বৃদ্ধি পেয়েছে অধিক জারজ সন্তানের জন্মসহ বিবাহ বিচ্ছেদের ঘটনারও।
আগ্নেয়াস্ত্রের ব্যবহার পাশ্চাত্য সভ্যতার আরও একটি মারাত্মক রোগ। অবাধ আগ্নেয়াস্ত্র বা বন্দুক ব্যবহারের ফলে খোদ মার্কিন মলুকে ৭২ ঘন্টায় নিহত হয়েছে ১৫০ মানুষ। ফলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একে মহামারী হিসেবে বর্ণনা না করে পারেননি।
শুধু তাই নয়, পাশ্চাত্যের দেশগুলোর জনগণ যে চরম দারিদ্র্যের শিকার তার প্রমাণ মেলে ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্ছিষ্ট খাদ্যের মার্কেট চালু হওয়া থেকে। ২০১৮ সালের হিসাব অনুযায়ী- মার্কিন যুক্তরাষ্ট্রের ৪ কোটি মানুষের মধ্যে ১.৮ কোটি মানুষ চরম দারিদ্র্যের শিকার। পাশাপাশি হাজার হাজার গৃহহীন মানুষ অবস্থান করছে ইউরোপ ও আমেরিকার রাস্তায়। আর এ সমস্ত তথ্য আমাদের জানতে সাহায্য করেছে রেডিও তেহরানের 'পাশ্চাত্যে জীবন ব্যবস্থা' নামক মুল্যবান অনুষ্ঠান। তাই বলি এসব জানার পরও কি আমাদের আর মনে হবে যে, মার্কিন যুক্তরাষ্ট্র তথা পাশ্চাত্যের দেশ গুলোই সভ্য, শিক্ষিত,ধনী ও উন্নত জাতি ?
আজ এ পর্যন্তই। আপনাদের সকলের জন্য মঙ্গল ও কল্যাণ কামনায় এবং রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে ইতি টানলাম। শুভেচ্ছান্তে
নিজামুদ্দিন সেখ
ফেমিলি রেডিও লিসনার্স ক্লাব
গ্রাম: নওপাড়া, পোস্ট: নওপাড়া শিমুলিয়া
জেলা: মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।