আমেরিকায় বন্দুক সহিংসতা
আরেকটি রক্তক্ষয়ী সপ্তাহ পার করলো শিকাগো শহর
-
শিকাগো শহর পার করল আরো একটি রক্তক্ষয়ী সপ্তাহ
আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহর আরো একটি রক্তক্ষয়ী সপ্তাহ পার করল। সপ্তাহের শেষের দিকে শিকাগো শহরে বন্দুক সহিংসতায় অন্তত পাঁচজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।
এর কয়েক ঘণ্টা আগে দক্ষিণ উপকূলে এক ব্যক্তির গুলিবর্ষণে ৩২ বছর বয়সী এক যুবক নিহত হন। তার বুকে ও পেটে কয়েকটি গুলি আঘাত করে। স্থানীয় মেডিক্যাল সেন্টারের নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
শনিবার রাতে শিকাগো শহরের ওয়েস্ট পুলম্যান এলাকায় গোলাগুলিতে এক ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। ২৮ বছর বয়সী আরো এক ব্যক্তি বুকে এবং মুখে গুলির আঘাতে নিহত হয়েছেন। শিকাগো শহরের অ্যাডভোকেট ক্রিস্ট মেডিক্যাল সেন্টারে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এছাড়া, শনিবার শিকাগো শহরের ইস্ট গারফিল্ড পার্কে ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। শিকাগো শহরের আরো কয়েকটি গোলাগুলির ঘটনায় অন্তত দুই নারীসহ প্রায় ৪০ জন আহত হয়েছেন। এর আগের সপ্তাহে শিকাগো শহরে বন্দুক সহিংসতায় অন্তত ১২ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/২