মডার্নার টিকা ব্যবহারে ২ জাপানি নাগরিকের মৃত্যু
https://parstoday.ir/bn/news/world-i96596-মডার্নার_টিকা_ব্যবহারে_২_জাপানি_নাগরিকের_মৃত্যু
আমেরিকায় উৎপাদিত মডার্না কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবহার করে জাপানের দুই নাগরিকের মৃত্যুর পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই ভ্যাকসিনে দূষণ থাকার জন্য এরইমধ্যে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় মডার্নার টিকা ব্যবহার বন্ধ করে দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৯, ২০২১ ১২:৪৬ Asia/Dhaka
  • মডার্না কোভিড-১৯ ভ্যাকসিন
    মডার্না কোভিড-১৯ ভ্যাকসিন

আমেরিকায় উৎপাদিত মডার্না কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবহার করে জাপানের দুই নাগরিকের মৃত্যুর পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই ভ্যাকসিনে দূষণ থাকার জন্য এরইমধ্যে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় মডার্নার টিকা ব্যবহার বন্ধ করে দিয়েছে।

চলতি মাসের প্রথম দিকে মডার্না ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের পর ৩০ এবং ৩৮ বছর বয়সী দুই জাপানি নাগরিক মারা যান। এরপর টিকার একটি ব্যাচের কয়েকটি ভ্যাকসিনের শিশির মুখ খোলা পাওয়া যায়। এ অবস্থায় জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় মডার্নার টিকা ব্যবহার বন্ধ ঘোষণা করে।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, দুই মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত চলছে তবে এখন পর্যন্ত মৃত্যুর ঘটনার সাথে ভ্যাকসিনের সম্পর্ক কী- তা পরিষ্কার নয়।

মন্ত্রণালয় বলেছে, টিকা গ্রহণের পরই দুই ব্যক্তি জ্বরে আক্রান্ত হন। এর আগে তাদের স্বাস্থ্যগত কোনো সমস্যা ছিল না এবং এলার্জিজনিত কোন ইতিহাসও নেই।#

পার্সটুডে/এসআইবি/২৯