‘মার্কিন সেনাদের গুলিতেও বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন’ 
(last modified Sun, 29 Aug 2021 10:07:45 GMT )
আগস্ট ২৯, ২০২১ ১৬:০৭ Asia/Dhaka
  • কাবুল বিমানবন্দরে মার্কিন সেনাদের অবস্থান (সাম্প্রতিক ছবি)
    কাবুল বিমানবন্দরে মার্কিন সেনাদের অবস্থান (সাম্প্রতিক ছবি)

আফগানিস্তানের কাবুলে আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবারের ভয়াবহ বিস্ফোরণের সময় সৃষ্ট গোলযোগের ভেতরে মার্কিন সেনারা বেসামরিক লোকজনের ওপর গুলি চালিয়েছে এবং এতে বহু মানুষ নিহত হয়ে থাকতে পারেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাশিয়া টুডে গতকাল (শনিবার)  এ খবর দিয়েছে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে যে সমস্ত মানুষ মারা গেছেন তাদের সবাই আত্মঘাতী বোমা হামলায় নিহত হন নি।

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে প্রচণ্ড ভিড়ের মধ্যে দুটি আত্মঘাতী বোমা হামলা হয়। এ সময় সেখানে গুলিবর্ষণের শব্দ শোনা যায়। হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৮০ জন নিহত হন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

বৃহস্পতিবার নিহত এক ব্যক্তির ভাই বলেন, “আমার ভাই ও তার স্ত্রী গুলিতে মারা গেছেন।”

আরেকটি সূত্র দাবি করেছে, ওইদিন নিহত আরেক ব্যক্তি যিনি মার্কিন সেনাদের সঙ্গে কাজ করতেন তিনি তাদের গুলিতেই নিহত হন। সূত্রটি জানিয়েছে নিহত ব্যক্তির মাথায় একটি গুলির আঘাতের ক্ষত পাওয়া গেছে। এছাড়া তার দেহের কোথাও কোনো ক্ষত পাওয়া যায় নি।#

পার্সটুডে/এসআইবি/২৯

ট্যাগ