সেপ্টেম্বর ০১, ২০২১ ১৫:২৭ Asia/Dhaka
  • মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদে
    মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদে

আফগানিস্তানের তালেবানের প্রভাবশালী নেতাদের নিয়ে সম্মেলন করেছেন এই গোষ্ঠীর প্রধান নেতা মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদে। তার সভাপতিত্বে তিন দিন ধরে সম্মেলন অনুষ্ঠিত হয়।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আজ (বুধবার) বলেছেন, প্রধান নেতার সভাপতিত্বে কান্দাহারে গত শনিবার সম্মেলন শুরু হয়ে শেষ হয় সোমবার। এই সম্মেলনে সরকার গঠন নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রিসভার নানা দিক নিয়ে কথা হয়েছে।

মুজাহিদ আরও বলেন, আফগানিস্তানের রাজনীতি,নিরাপত্তা ও সামাজিক বিষয়াদি নিয়ে বৈঠকে উপস্থিত নেতারা আলোচনা করেছেন। দেশে প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এর আগে বলেছিলেন, হেবাতুল্লাহ আফগানিস্তানেই আছেন এবং শিগগিরই প্রকাশ্য সমাবেশে আসবেন।

২০১৬ সালে মার্কিন বিমান হামলায় তালেবানের তৎকালীন প্রধান মোল্লা আখতার মনসুর নিহত হওয়ার পর এই গোষ্ঠীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদে।#

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ