সাবমেরিন ইস্যুতে ফ্রান্সের প্রতি সমর্থন দিলো ইউরোপীয় ইউনিয়ন
(last modified Tue, 21 Sep 2021 13:59:06 GMT )
সেপ্টেম্বর ২১, ২০২১ ১৯:৫৯ Asia/Dhaka
  • সাংবাদিকদের ব্রিফ করছেন জোসেফ বোরেল
    সাংবাদিকদের ব্রিফ করছেন জোসেফ বোরেল

সাবমেরিন ইস্যুতে অস্ট্রেলিয়া, আমেরিকা এবং ব্রিটেনের সঙ্গে ফ্রান্সের যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তাতে প্যারিসের প্রতি সমর্থন ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন।

সম্প্রতি ফ্রান্সের সঙ্গে সই হওয়া চার হাজার কোটি ডলারের সাবমেরিন কেনার চুক্তি বাতিল করে অস্ট্রেলিয়া সঙ্গে আমেরিকা ও ব্রিটেন নতুন চুক্তি করেছে যার আওতায় মার্কিন সরকার অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন প্রযুক্তি সরবরাহ করবে।

এ ঘটনাকে ফ্রান্স নিজের পিঠে ছুরি মারা হিসেবে দেখছে এবং এরইমধ্যে অস্ট্রেলিয়া, আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক টানাপড়েনের মধ্যে পড়েছে। ফ্রান্স এসব দেশের সঙ্গে তার সম্পর্ককে সংকটাপন্ন বলে ঘোষণা করেছে। এছাড়া ওই তিন দেশ থেকে রাষ্ট্রদূত ফিরিয়ে নিয়েছে।

s

ফ্রান্সের কাছ থেকে সাবমেরিন কেনার চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া

এ অবস্থায় আমেরিকার নিউইয়র্ক শহরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের অবকাশে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেন এবং সেখান থেকে সুস্পষ্টভাবে তারা ফ্রান্সের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল একথা জানিয়েছেন।

তিনি বলেন, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মধ্যে সই হওয়া চুক্তি বাতিল করে দিয়ে আমেরিকা নিজে সাবমেরিন বিক্রির জন্য যে চুক্তি করেছে তা ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতার আহ্বানের সঙ্গে সাংঘর্ষিক। বোরেল আরো বলেন, মিত্র দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়ানো প্রয়োজন এবং বিভেদ কমানো দরকার। কারণ ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন দিন দিন ঝুঁকিপূর্ণ শক্তিতে পরিণত হচ্ছে।

এদিকে,  ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভস লা দ্রিয়াঁ গতকাল (সোমবার) নিউইয়র্কে সাংবাদিকদের বলেছেন, “মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের একাধিপত্যবাদ, বর্বরতা ও মিত্রদের প্রতি সম্মান না দেখানোর নীতি অনুসরণ করে চলেছেন। এ প্রেক্ষাপটে কেন আমেরিকা আমাদের চুক্তি নস্যাৎ করে দিল তার ব্যাখ্যা প্রয়োজন।”#

পার্সটুডে/এসআইবি/২১

ট্যাগ