বিচারের কাঠগড়ায় অং সান সুচি
https://parstoday.ir/bn/news/world-i97676-বিচারের_কাঠগড়ায়_অং_সান_সুচি
মিয়ানমারে সহিংসতায় উসকানি দেয়ার অভিযোগে গৃহবন্দী নেত্রী অং সান সুচিকে বিচারের মুখোমুখি করেছে সামরিক জান্তা। সুচির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে কয়েক দশকের জেল হতে পারে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০২১ ২৩:০৩ Asia/Dhaka
  • অং সান সুচি
    অং সান সুচি

মিয়ানমারে সহিংসতায় উসকানি দেয়ার অভিযোগে গৃহবন্দী নেত্রী অং সান সুচিকে বিচারের মুখোমুখি করেছে সামরিক জান্তা। সুচির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে কয়েক দশকের জেল হতে পারে।

আজ (মঙ্গলবার) ট্রায়াল সেশনের পর সুচির আইনজীবী খিন মং জাও বলেন, অভিযোগের বিষয়ে তার মক্কেল নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং তিনি সুস্থ আছেন বলেই মনে হয়েছে। এর এক সপ্তাহ আগে অসুস্থতার কথা বলে অং সান সুচি অন্য একটি আদালতের শুনানিতে উপস্থিত হওয়া থেকে বিরত থাকেন।

আইনজীবী খিন মং আরো বলেন, সরকারি কৌঁসুলিদের সাক্ষ্য নিয়েছে আদালত। গত বছরের নির্বাচনের সময় সুচি করোনাভাইরাসের নিয়ন্ত্রণ লঙ্ঘন করেন। ওই নির্বাচনে তার দল লীগ ফর ডেমোক্রেসি বিপুল বিজয় লাভ করে তবে সামরিক বাহিনী বলেছিল, নির্বাচনে বড় রকমের অনিয়ম হয়েছে।

চলতি বছরের প্রথম দিকে মিয়ানমারের সামরিক বাহিনী ক্যু’র মাধ্যমে সুচি ও তার দলকে ক্ষমতাচ্যুত করে। তবে সুচিকে আটকের পরপরই দেশের জনগণ ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে।

বর্তমানে তিনি গৃহবন্দী অবস্থায় রয়েছেন এবং অবৈধভাবে ওয়াকি-টকি রেডিও আমদানি করাসহ নানা ধরনের অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে আগস্ট মাসে জান্তা প্রধান মিং অং হ্লেইং নিজেকে মিয়ানমারের প্রধানমন্ত্রী ঘোষণা করেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, ২০১৩ সালের মধ্যে দেশে সাধারণ নির্বাচন দেবেন।#   

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।