তাইওয়ানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৬
https://parstoday.ir/bn/news/world-i98624-তাইওয়ানে_বহুতল_ভবনে_অগ্নিকাণ্ডে_নিহতের_সংখ্যা_বেড়ে_৪৬
তাইওয়ানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ৪১ জন। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ১৪, ২০২১ ১৭:২০ Asia/Dhaka
  • আগুন নেভানোর চেষ্টা চলছে
    আগুন নেভানোর চেষ্টা চলছে

তাইওয়ানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ৪১ জন। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

দেশটির দক্ষিণাঞ্চলে কাওসিউং শহরে আজ বৃহস্পতিবার সকালে ১৩ তলা একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা নিয়ন্ত্রণে আনার আগেই অল্প সময়ের মধ্যে আগুন ওই ভবনের বেশ কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে।

তাইওয়ানের সরকারি সেন্ট্রাল নিউজ এজেন্সিতে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ভবনের জানালা দিয়ে আগুন বের হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা।

অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা বলছেন, অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের বেশির ভাগই ৭ তলা ও ১১ তলার বাসিন্দা। এসব তলায় আবাসিক ভবন ছিল। আর ভবনের একতলা থেকে পাঁচতলা পর্যন্ত বাণিজ্যিক কার্যালয় ছিল। এ কারণে সেখানে নিহতের সংখ্যা কম। তবে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।