124
ফার্সি ভাষায় শাহর شهر মানে শহর (১২৪তম পর্ব)
পাঠক! গত আসরে আমরা বলেছিলাম যে আজকের আসরে আপনাদেরকে ইস্ফাহানের আরেকটি সুন্দর ও দর্শনীয় শহরে নিয়ে যাবো। শহরটি হলো নাতানয। এটি বেশ পুরোণো একটি শহর। কাশান এবং ইস্ফাহানের মধ্যবর্তী এই সুন্দর শহরটি কারাকাস পর্বতের পাদদেশে অবস্থিত। এই শহরের আবহাওয়া বেশ মনোরম স্নিগ্ধ-শীতল।