ফার্সি ভাষায় পোল پل মানে সেতু (১১৮তম পর্ব)
পাঠক! ফার্সি ভাষা শিক্ষার আসর ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মুহাম্মাদ এবং তার বন্ধু সাঈদ ইস্ফাহান সফরে যাবার কথা।
আজ তারা বিমানযোগে ইস্ফাহানে এসেছে। একটি বাস বিমান বন্দরে অপেক্ষা করছে ভ্রমণকারীদের নিয়ে হোটেল আব্বাসীতে যেতে। মুহাম্মাদ এবং তার বন্ধু সাঈদ বাসে ওঠে। বাস ইস্ফাহান শহরে ঢোকে। ইস্ফাহানও তেহরানের মতোই ভিড় জনবহুল এবং ট্রাফিকপূর্ণ। তবে আবহাওয়া পরিস্কার এবং সেখানকার আকাশ নীলবর্ণ।বাসের জানালা দিয়ে হিমেল বাতাস ভেতরে ঢুকছে। মুহাম্মাদ কৌতূহলের সাথে শহর এবং সেখানকার লোকজনকে দেখছে। তার কাছে সবকিছুই মজার এবং দর্শনীয়। বাস বেশ কয়েকটা রাস্তা পার হয়ে একটি স্কোয়ারে প্রবেশ করে। যইয়ান্দে রুদ নদী সাপের মতো বয়ে গেছে শহরের ভেতর দিয়ে। সুন্দর এই নদী ভ্রমণকারীদের মনোযোগ আকর্ষণ করে খুব সহজেই। এই নদীর আশপাশ সবুজ বৃক্ষে পরিপূর্ণ। নদীর দুই পাশের পার্কে লোকজন ঘুরে বেড়ায়। আমরা বরং এই ফাঁকে জেনে নিই আসরের নতুন শব্দগুলোর বঙ্গানুবাদ।
واقعا - شهر - زیبا - بزرگ - بزرگترين - من فکر می کردم - كوچك - زاینده رود رود - چه قدر - اينجا - پل - سی و سه پل - با شكوه - پل خواجو - پل شهرستان - من فکر می کنم - خیلی قدیمی - حدود - ৪০০ - سال - پیش - آن ساخته شده - امشب - ما می آییم - قدم زدن - روی پل - اطراف - رودخانه - دلپذیر - حتما" - همین طور - فقط - همین - وجود دارد - قدیمی - قدیمی ترین - خراب - سالم - دیگر - من عکس می گیرم - من دوست دارم عکس بگیرم - هر روز - جهانگردان - زیاد - اين كار - آنها می کنند - پارک - من خوشحالم - دوربین - من آورده ام .
সত্যিই / শহর / সুন্দর / বৃহৎ / বৃহত্তম / আমি ভাবতাম / ছোট / নদীর নাম / নদী / কতো / এখানে / সেতু / সেতুর নাম / জাঁকজমকপূর্ণ / সেতুর নাম / সেতুর নাম / আমার মনে হয় / বহু প্রাচীন / প্রায় / ৪০০ / বছর / আগে / তা নির্মিত হয় / আজরাত / আমরা আসবো / হাঁটা / সেতুর ওপর / আশপাশ / নদী / মনোরম / অবশ্যই / এরকম / কেবল / এটাই / আছে / প্রাচীন / প্রাচীনতম / খারাপ / সুস্থ / অপর / আমি ছবি তুলবো / আমি ছবি তুলতে চাই / প্রতিদিন / পর্যটকগণ / অনেক / এই কাজ / তারা করে / পার্ক / আমি খুশি / ক্যামেরা / আমি এনেছি।
নতুন শব্দগুলোর বাংলা অর্থ জানলেন। মুহাম্মাদ যইয়ান্দে রুদ নদীটা দেখে সাঈদের সাথে কথাবার্তায় ব্যস্ত। চলুন তাদের কথাবার্তাগুলো বাংলায় অনুবাদ করে জানা যাক।
محمد - واقعا" این شهر زیبا و بزرگ است . فکر می کردم اصفهان شهری کوچک است . سعید - نه ، اصفهان یکی از بزرگترین شهرهای ایران است . محمد - این زاینده رود است ؟ چه قدر زیبا است . سعید - بله . اینجا زاینده رود است . اسم آن پل زیبا هم سی و سه پل است . محمد - بسیار با شکوه است . فکر می کنم این پل خیلی قدیمی است . سعید - بله . این پل حدود ৪০০ سال پیش ساخته شده است . امشب به اینجا می آییم . قدم زدن روی پل و اطراف رودخانه دلپذیر است . محمد - حتما" همین طور است . روی زاینده رود فقط همین پل وجود دارد ؟ سعید - نه ، پل شهرستان ، قدیمی ترین پل زاینده رود است . محمد - پل شهرستان خراب شده یا هنوز سالم است ؟ سعید - پل شهرستان سالم است . پل خواجو نیز پل دیگر زاینده رود است . محمد - دوست دارم از زاینده رود و پل هایش عکس بگیرم . سعید - هر روز جهانگردان زیادی این کار را می کنند . محمد - پارک اطراف رودخانه هم بسیار زیبا است . خوشحالم که دوربینم را آورده ام .
মুহাম্মাদ : সত্যিই,এই শহরটা সুন্দর এবং বড়ো। আমি ভাবতাম ইস্ফাহান একটা ছোট্ট শহর।সাঈদ : না,ইস্ফাহান ইরানের বৃহৎ শহরগুলোর একটি।মুহাম্মাদ : এটা কি যইয়ান্দে রুদ? কী সুন্দর!সাঈদ : হ্যাঁ! এটাই যইয়ান্দে রুদ। এই সুন্দর সেতুটির নাম হলো সিওসেহ পোল।মুহাম্মাদ : খুবই জমকালো। সেতুটি মনে হয় বেশ পুরোণো।সাঈদ : হ্যাঁ। এই সেতুটি প্রায় ৪০০ বছর আগে নির্মিত হয়েছে। আজ রাতে আমরা এখানে আসবো। সেতুর ওপর এবং নদীর তীরে হাঁটা মনোমুগ্ধকর।মুহাম্মাদ : ঠিক তাই! যইয়ান্দে রুদের ওপর কেবল এই সেতুটিই আছে?সাঈদ : না,শাহরেস্তান সেতু যইয়ান্দে রুদের ওপর নির্মিত প্রাচীনতম সেতু।মুহাম্মাদ : শাহরেস্তান সেতু নষ্ট হয়ে গেছে নাকি ভালো আছে?সাঈদ : শাহরেস্তান সেতু ঠিক আছে। খজু সেতুও যইয়ান্দে রুদের ওপর অপর একটি সেতু।মুহাম্মাদ : আমি যইয়ান্দে রুদ এবং তার সেতুগুলোর ছবি তুলতে চাই।সাঈদ : প্রতিদিন বহু পর্যটক একাজ করছে।মুহাম্মাদ : নদীর পাশের পার্কও খুব সুন্দর। আমি ক্যামেরাটা এনে খুশি।

মুহাম্মাদ এবং সাঈদ তাদের কথাবার্তায় যেমনটি ইঙ্গিত দিয়েছে যে ইস্ফাহান একটা সুন্দর এবং বড়ো শহর এবং যইয়ান্দে রুদের সেতুগুলো বেশ সুন্দর এবং অনেক পুরোণো। পুরোণো ছবিগুলো প্রমাণ করছে যে,প্রাচীনকালে এই নদীটি জল-টৈটুম্বুর ছিল এবং তার বুকে বহু নৌকা চলাচল করতো। কিন্তু এই নদীর ওপর বাঁধ নির্মাণ করার ফলে এখন নদীর পানির গভীরতা খুব বেশি নয়। তারপরও পর্যটকেরা পা চালিত বৈঠা দিয়ে নদী পারাপার হতে পারে। সিওসেহ পোল বা পোলে আল্লাভারদি খান,পোলে শাহরেস্তান এবং পোলে খজু-এই তিনটি বড়ো সেতু নদীর দুই পাশের রাস্তাকে সংযুক্ত করেছে। ইস্ফাহানের নগর কর্তৃপক্ষ নদীর দুই পাশে সুন্দর সুন্দর পার্ক তৈরি করেছে।
গ্রীষ্মের বিকেলে এবং রাতের বেলায় এখানে ব্যাপক ভিড় লেগে থাকে। ইস্ফাহানের জনগণ এবং দেশি-বিদেশি পর্যটকগণ এইসব পার্কে অবকাশ যাপনের জন্যে আসে এবং নদীর তীরের চমৎকার বাতাস উপভোগ করে। সিওসেহ পোল এবং নদীর পাশে কয়েকটি ঐতিহ্যবাহী চায়ের দোকানও আছে পর্যটকদের সেবার জন্যে। আশা করি আপনারাও একদিন ইস্ফাহানে আসবেন এবং এই শহরের দর্শনীয় স্থানগুলো কাছে থেকে দেখবেন।#
পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/ ২৯
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন