ডিসেম্বর ১১, ২০১৮ ২১:৪৫ Asia/Dhaka

পাঠক! সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি ভালোই আছেন আপনারা। ফার্সি ভাষা শিক্ষার আসর ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি।

আজকের আসরেও আমরা প্রাচীন ঐতিহ্যবহুল ইরানী প্রদেশ ইস্ফাহানের আরো কিছু ঐতিহাসিক নিদর্শনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মুহাম্মাদ এবং তার বন্ধু সাঈদ একদল ট্যুরিস্টের সাথে ইস্ফাহানে বেড়াতে গেছে। আজ বৃহস্পতিবার তাদের নজেভন পার্কে যাবার কথা। নজেভন পার্কটি বেশ বড়ো এবং চমৎকার। এটি ইস্ফাহান শহরের পশ্চিম প্রান্তে অবস্থিত। এই পার্কটিকে ইস্ফাহানের প্রাকৃতিক নিদর্শনের একটি বলে গণ্য করা হয়,কেননা এখানে রয়েছে মনোরম প্রাকৃতিক দৃশ্যাবলি। নজেভন পার্কের আয়তন এক হাজার দুই শ' হেক্টর।

পার্কটি বিভিন্ন অংশে বিভক্ত। এখানে রয়েছে খেলা বা ব্যায়ামের মাঠ, সুইমিং পুল,অবকাশ যাপন কেন্দ্র,পাখিদের বাগান, শিশুদের খেলার আয়োজন,টমটমে চড়ার স্টেশন, ঘোড় সওয়ারির সুবিধা,নৌকা ভ্রমণ এবং সাইকেল চালানোর ব্যবস্থা।যইয়ান্দে রুদ নদীটি এই পার্কের ভেতর দিয়ে বয়ে গেছে। যার ফলে অন্যরকম এক প্রাকৃতিক পরিবেশ বিরাজ করে এই পার্কে। সমগ্র ইস্ফাহানের মধ্যে এই পার্কটি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। যাই হোক পার্কের এই মনোরম দৃশ্যটির ওপর চোখ মেলে ধরে চলুন আসরের নতুন শব্দগুলোর অর্থ জেনে নিই।

مکان - زیبا - پارك - پارک ناژوان - غرب - بزرگ - اسب - درشکه - آن ديده مي شود - دارای ... است - زمین ورزش - استخر - اردوگاه تفریحی - زمین بازی - كودكان - اسب سواری - قایقرانی - دوچرخه سواری - شما لذت می برید - شما می توانید لذت ببرید - تفریحگاه - عالی - باغ پرندگان - ما مي رويم - شما می بینید - شما می توانید ببینید - پنج هزار - پرنده - پرنده ها - پرندگان - آن طرف - بومی - همین طور - غیرایرانی - آنها نگهداری می شوند - آزاد - عقاب - شاهین - جغد - قفس - آنها شکار می کنند - خانواده - زیادی - تفریح - آنها می آیند - دو ساعت - بعد - شلوغ - جهانگردان - خارجي - آنها دوست دارند - رودخانه - وسط - آن می گذرد - زاینده رود - زیبایی - آن دو چندان می کند .

 

জায়গা / সুন্দর / পার্ক / নযেভন পার্ক / পশ্চিম / বড়ো / ঘোড়া / টমটম / তা দেখা যায় / শরীর চর্চার মাঠ / সুইমিং পুল / বিনোদন কেন্দ্র/ খেলার মাঠ / শিশু / ঘোড়-সওয়ারি / নৌকা চালনা / সাইকেল চালানো / তুমি উপভোগ করবে / তুমি উপভোগ করতে পারবে / বিনোদনকেন্দ্র / উন্নত / পাখিদের বাগান / আমরা যাবো / তুমি দেখবে / তুমি দেখতে পারবে / পাঁচ হাজার / পাখি / পাখিরা / ঐদিকে / স্থানীয় / ঐরকম / অ-ইরানী / তাদেরকে পালা হয় / মুক্ত / ঈগল / বাজপাখি / পেঁচা / খাঁচা / তারা শিকার করে / পরিবার / অনেক / বিনোদন / তারা আসবে / দুই ঘণ্টা / পরে / ভিড় / পর্যটকগণ / বিদেশি / তারা চায় বা পছন্দ করে / নদী / মধ্যে / বয়ে যায় / নদীর নাম / সৌন্দর্য / দ্বিগুণ পরিমাণ করে।নতুন শব্দগুলোর অর্থ জানলেন এতোক্ষণ।এবারে যাবো নজেভন পার্কে। মুহাম্মাদ এভং তার সাথীরা পার্কে পৌঁছে গেছে এবং গাইড তাদের জন্যে পার্ক সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছে। শুনুন প্রথমেই বাংলা অনুবাদসহ।

راهنما - اسم این مکان زیبا ، پارک ناژوان است . اینجا در غرب اصفهان است . محمد - پارک بسیار بزرگي است . اسب و درشکه هم در آن ديده مي شود . راهنما - بله . این پارک دارای زمین ورزش ، استخر ، اردوگاه تفریحی و زمین بازی کودکان است . می توانید از اسب سواری ، قایقرانی و دوچرخه سواری هم لذت ببرید . محمد - چه خوب ! پس اینجا یک تفریحگاه عالی است . راهنما - ابتدا به باغ پرندگان می رویم . می توانید بیش از پنج هزار پرنده را در این پارک زیبا ببینید . محمد - باغ پرندگان هم در اینجا است ؟ راهنما - بله . آن طرف پارک ، باغ پرندگان است . انواع پرنده های بومی و همین طور پرنده های غیرایرانی در این پارک نگهداری می شوند . محمد - این پرندگان آزاد هستند ؟ راهنما - بله . اکثر این پرنده ها آزاد هستند . فقط عقابها ، شاهین ها و جغدها در قفس نگهداری می شوند . چون آنها پرندگان دیگر را شکار می کنند . محمد - خانواده های زیادی برای تفریح به اینجا می آیند ؟ راهنما - بله . تا دو ساعت بعد اینجا شلوغ می شود . هم ایرانی ها و هم جهانگردان خارجي این پارک را دوست دارند . محمد - این رودخانه که از وسط پارک می گذرد ، زاینده رود است ؟

راهنما - بله . زاینده رود از پارک ناژوان می گذرد و زیبایی اینجا را دو چندان می کند .

গাইড : এই সুন্দর জায়গাটির নাম হলো নজেভন পার্ক। এটা ইস্ফাহানের পশ্চিমে পড়েছে।

মুহাম্মাদ : পার্কটা তো বেশ বড়ো।ঘোড়া এবং টমটমও দেখতে পাওয়া যাচ্ছে।

গাইড : হ্যাঁ। এই পার্কে শরীর চর্চার মাঠ , সুইমিং পুল,বিনোদন কেন্দ্র এবং শিশুপার্কও রয়েছে।ঘোড়ায় চড়া,নৌকা চালানো এবং সাইকেল চালানোটাও উপভোগ করতে পারো।মুহাম্মাদ : বাহ। এটাতো তাহলে একটা উন্নত বিনোদন কেন্দ্র।গাইড : প্রথমেই আমরা পাখিদের বাগানে যাবো। এই সুন্দর পার্কে পাঁচ হাজারেরও বেশি পাখি দেখতে পারবে।মুহাম্মাদ : পাখিদের বাগানও আছে এখানে?গাইড : হ্যাঁ। পার্কের ঐ দিকটা পাখিদের বাগান।বিচিত্র ধরনের স্থানীয় পাখি একইভাবে অ-ইরানী পাখি এই পার্কে পালন করা হয়।মুহাম্মাদ : এই পাখিগুলো কি মুক্ত?গাইড : হ্যাঁ,বেশিরভাগ পাখিই মুক্ত। কেবলমাত্র ঈগল,বাজপাখি এবং প্যাঁচাগুলোকে খাঁচায় রাখা হয়। কেননা এরা অন্য পাখিদের শিকার করে।মুহাম্মাদ : বহু পরিবার বিনোদনের জন্যে এখানে আসে?গাইড : হ্যাঁ। ঘণ্টা দুয়েকের মধ্যে এই স্থানটি লোকারণ্য হয়ে উঠবে। ইরানী এবং বিদেশি পর্যটকরা এই পার্কটিকে পছন্দ করে।

মুহাম্মাদ : পার্কের মাঝখান দিয়ে বয়ে যাওয়া নদীটি কি যইয়ান্দে রুদ?গাইড : হ্যাঁ। যইয়ান্দে রুদ নজেভন পার্ক হয়ে বয়ে যাচ্ছে আর এখানকার সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে।

মুহাম্মাদ এবং তার অন্যান্য সফরসঙ্গীরা নজেভন পার্কে ঘুরে বেড়াচ্ছে। তারা পাখিদের বাগানে গেছে এবং সুন্দর সুন্দর ও বিচিত্র রঙ্গের পাখি দেখে তারা ভীষণ খুশি। বহু লোক এই চমৎকার দৃশ্যাবলির ছবি তুলেছে,কেউ কেউ ভিডিও করেছে। পাখিদের পার্কের ছাদটা নেট দিয়ে ঢাকা।বিচিত্র প্রজাতির জলজ পাখিও পার্কের ভেতরকার পুকুরে সাঁতার কাটছে। পার্ক কর্তৃপক্ষ পুকুর তৈরি করে এবং জঙ্গলের সবুজ আবহ তৈরি করে বিভিন্ন জাতের পাখির জন্যে প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করেছে। পাখিদের বাগানের সবচেয়ে সুন্দর অংশটি হলো তার মধ্যকার দ্বীপ। এই দ্বীপটি যইয়ান্দে রুদের সবচেয়ে বড়ো দ্বীপ,আর এটি অবস্থিত পাখিদের বাগানের সীমানায়। ছোট্ট একটি কাঠের সাঁকোর সাহায্যে দ্বীপটিকে পার্কের সাথে সংযুক্ত করা হয়েছে। কবুতর টাওয়ারের ডিজাইনে নির্মিত চমৎকার টাওয়ার ভবনটিও পার্কের ভেতর অবস্থিত। পাখিদের বাগানে ঘুরে ফিরে মুহাম্মাদ এবং তার বন্ধুরা নজেভন পার্কের অন্য অংশে বেড়াতে যায়। কেউ নৌকা চালায় কেউবা চড়ে ঘোড়ার পিঠে। তারা এই পার্কের ভেতরেরই একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খায়। এই পার্কে বেড়ানোর স্মৃতি মুহাম্মাদ এবং তার বন্ধুরা কোনোদিন ভুলবে না। আশা করি পাঠক! আপনাদের চোখেও ভাসছে এখানকার চমৎকার সব দৃশ্য।#

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/ ১১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন